দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাশাপাশি কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ০৭০৭০ সাঁতরাগাছি-সনতনগর স্পেশাল আজ সাঁতরাগাছি থেকে বিকেল ৫টা ২৫ মিনিটের পরিবর্তে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি হওয়ার কারণে এর বিলম্ব বলে জানিয়েছে রেল (Indian Railway)।
SER TRAIN RESCHEDULED
=============
07070 Santragachi-Sanatnagar Special has been rescheduled to leave Santragachi at 20:30 hrs instead of 17:25 hrs on 31.10.2024 due to late running of link train.— South Eastern Railway (@serailwaykol) October 31, 2024
পাশাপাশি আরও কিছু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণের কথাও জানানো হয়েছে। ১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস ১ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার এটি বাস্তা পর্যন্ত চালানো হবে। আবার উক্ত সময়ের মধ্যে প্রতি শুক্রবার, রবিবার এবং সোমবার ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চালানো হবে। উন্নয়নের কাজের জন্য এর নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রেল (Indian Railway)। এর জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষ্যে স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। ০৮১০৯ সাঁতরাগাছি-পাটনা ফেস্টিভ্যাল স্পেশাল সাঁতরাগাছি থেকে ১ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। সেটি পরের দিন অর্থাৎ ২ নভেম্বর সকাল ১০টা ৪০ মিনিটে পৌঁছাবে। আবার ০৮১১০ পাটনা-সাঁতরাগাছি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন পাটনা থেকে সকাল ১০ টায় ছেড়ে রাত ৮টায় ঢুকবে।