ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট, বুক ধড়ফড় বাড়ছে মোদী-শাহর

টিভির স্ক্রীনে দেখাচ্ছে ইন্ডিয়া জোট ২৯৮। অন্যদিকে ইন্ডিয়া জোট ২২৪। তবে এখনও পর্যন্ত মাত্র পাঁচ থেকে ছয় রাউণ্ডের গণনা হয়েছে। তবুও একেবারে এনডিএ জোটের ঘাড়ের…

rahul-amit-modi

টিভির স্ক্রীনে দেখাচ্ছে ইন্ডিয়া জোট ২৯৮। অন্যদিকে ইন্ডিয়া জোট ২২৪। তবে এখনও পর্যন্ত মাত্র পাঁচ থেকে ছয় রাউণ্ডের গণনা হয়েছে। তবুও একেবারে এনডিএ জোটের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। এতটা কাছাকাছি ইন্ডিয়া জোট আসবে সেটা কি কেউ ভেবেছিল? কোনও এক্সিট পোল ইন্ডিয়া জোটকে এত নম্বর দেয়নি। উপরন্তু যে বিজেপি প্রচার করেছিল ৪০০ পার করবে, সেই বিজেপি ৩০০ পেরোতেই হাঁসফাঁস করছে। শুধু তাই নয়, খেলা ঘুরছে মিনিটে মিনিটে। যে ইন্ডিয়া জোটকে কেউ পাত্তা দেয়নি, সেই জোট জোর টক্কর দিচ্ছে অষ্টাদশ লোকসভা ভোটের গণনায়।

সকাল থেকেই ব্যালট খুলতেই একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারেনি এনডিএ। অন্যদিকে নিজের কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। আবার মোদী এবং শাহ বেশ কয়েক লাখ ভোটে এগিয়ে আছে বলে জানা গিয়েছে। আর বাংলার ফের একচেটিয়া সবুজ ঝড় উঠতে চলেছে বলে আভাস পাওয়া গিয়েছে। আর এই আহবে প্রশ্ন উঠেছে এক্সিট পোল নিয়ে। অনেকেই দাবি করেছেন, মোদী প্রভাবিত হয়েই এইরকম চাপানো এক্সিট পোল দেখানো হয়েছে।

   

প্রসঙ্গত সারা দেশের মধ্যে চমকপ্রদ ফল হতে চলেছে উত্তরপ্রদেশে। সেখানে সমাজবাদী পার্টি প্রায় ৩৭টি আসনে এগিয়ে আছে অন্যদিকে বিজেপি ৩২টি আসনে এগিয়ে আছে বলে জানা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে এই মুহূর্তে গণনা পর্যন্ত রাহুল গান্ধী প্রায় লাখ খানেক ভোটে এগিয়ে আছে।