ভোটের সময়ে ফের আয়কর দপ্তরের আধিকারিকরা একযোগে হানা দিল তৃণমূল ‘ঘনিষ্ঠ’একাধিক ব্যবসায়ীর বাড়িতে। শুক্রবার সকালে আচমকা হুগলির মগরায় আয়কর হানার খবর ছড়িয়ে পড়তে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। তবে শুধু মগড়ায় নয়, আয়কর দফতরের অভিযান চলছে হুগলির বাঁশবেড়িয়া এলাকাতেও। সূত্র মারফত জানা গিয়েছে শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে আয়কর দপ্তরের আধিকারিকরা অভিযান চালায়। শোনা গিয়েছে যে, যে সমস্ত ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়েছে তারা সবাই, শাসক দলের খুবই কাছের বলে পরিচিত।
ভোটের মুখে আয়কর অভিযান নিয়ে যুযুধান সব পক্ষ। ইতিমধ্যেই শাসক, বিরোধী দুই দলই একে অন্যকে কটাক্ষ করতে পিছপা হয়নি। এই আয়কর অভিযান প্রসঙ্গে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”পশ্চিমবঙ্গ সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানিতে ছেয়ে গিয়েছে। যারা এসবের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাদের ছাড়া হবে না।”
শেষ পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে এখনও আয়কর দপ্তরের আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। যদিও কীসের সন্ধানে এদিনের অভিযান, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ব্যবসায়ীদের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে এই আয়কর দপ্তরের অভিযান নিয়ে মুখে কুলুপ এঁটেছে শাসক দল।