বন্দে ভারত এক্সপ্রেসে অনেকেরই সফর সম্পন্ন। ভারতীয় রেল সফরের এবার নয়া আকর্ষণ অবশ্যই বন্দে ভারত মেট্রো। ট্রায়াল রান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চেন্নাইয়ের ভিল্লাভাক্কম স্টেশন থেকে বন্দে ভারত মেট্রোর একটি রেকের ট্রায়াল রান হয়েছে। এখন কী তাহলে রেল ট্র্যাকে এই অত্যাধুনিক ট্রেনে চাকা গড়ানো শুধু সময়ের অপেক্ষা?
বন্দে মেট্রোর বৈশিষ্ট্য-
রেলওয়ের কর্তারা জানিয়েছেন যে, একেবারে নয়া প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বন্দে ভারত মেট্রো। নিমেষে তুলতে পারবে দ্রুত গতি। আবার অতি দ্রুত গতিবেগ কমিয়েও ফেলতে পারবে। ফলে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াতে পারবে বলে রেলের কর্তারা জানিয়েছেন।
সাধারণ মেট্রোয় জানলার ঠিক নিচে দুই পাশে মুখোমুখি বসার জায়গা দেখা যায়। বন্দে ভারত মেট্রোর রেকের ভিতর আড়াআড়ি ভাবে লোকাল ট্রেনের মতো দুই পাশে সিট রয়েছে। দুই পাশে বসতে পারবেন দু’জন করে। রয়েছে দাঁড়ানোর জায়গাও। তবে সব বন্দে ভারত মেট্রোর কাঠামোই এ ধরনের হবে কিনা তা এখনও জানা যায়নি।
কড়া নজরে পুরো ট্রেন
গোটা ট্রেন জুড়ে থাকছে সিসিটিভি। থাকছে মোট ১২টি কামরা। সর্বোচ্চ ১৬টি কামরার হতে পারে বন্দে ভারত মেট্রো। সাধারণ কামরাগুলিও হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত। যে বন্দে বারত মেট্রোর ছবি শীঘ্রই আমজনতার জন্য প্রকাশ্যে আনা হবে বলে ভারতীয় রেল সূত্রে খবর।
কতগুলো শহরে ‘বন্দে ভারত মেট্রো’?
একটি বা দু’টি শহরের মধ্যে যাতায়াতে বর্তমান ট্রেনগুলোতে যে সময় লাগে, তা কমাতেই এই মেট্রো সাহায্য করবে। এই মেট্রো ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে চলতে পারে। মেট্রো নেটওয়ার্ক দেশের প্রায় ১২৪টি শহরকে ১০০-১২৫ কিলোমিটার দূরত্বে সংযুক্ত করবে।
ফেল সাত-তারা সব হোটেলও! জানুন ভারতীয় রেলের এমন পাঁচ বিলাসবহুল ট্রেন সম্পর্কে
ট্রায়াল রান প্রায় শেষ, বাংলায় কবে বন্দে মেট্রো?
অধীর আগ্রহে পশ্চিমবঙ্গবাসী। বন্দে ভারত এক্সপ্রেসের মত চালু হলেই বাড়বে ভিড়। এখনও নির্দিষ্ট দিন জানানো হয়নি। তবে সূত্রের খবর, এ রাজ্যের শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে প্রথম চলতে পারে বন্দে ভারত মেট্রো।
কেন ‘বন্দে ভারত মেট্রো’?
২০১৯ সালে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছিল দেশ। তারপর পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন ভারতীয় রেলের হাতে রয়েছে ৫০ টিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস। এরই মধ্যে জোর আলোচনা শুরু হয়েছিল বন্দে ভারত মেট্রো নিয়ে। দেশের কোটি কোটি যাত্রী প্রতিদিন ভাবছেন বন্দে ভারত মেট্রো কবে শুরু হবে। দেশের অনেক মেট্রো শহরে দিন দিন প্রসারিত হচ্ছে মেট্রো নেটওয়ার্ক। ফলে বন্দে ভারত মেট্রোর আগমনের প্রত্যাশা বাড়ছিলই।