Saayoni Ghosh : সে কি আসবে? সে কি আসছে? সায়নী ঘোষের ফের জেরা

নিয়োগ দুর্নীতির তদন্তে (Job Scam) ফের (Saayoni Ghosh) সায়নী ঘোষকে তলব করেছে ইডি। সিবিআইয়ের নজরেও তৃণমূল কংগ্রেস যুবনেত্রী ও টলিউড অভিনেত্রী। দুর্নীতির তদন্তে তাকে প্রথম…

নিয়োগ দুর্নীতির তদন্তে (Job Scam) ফের (Saayoni Ghosh) সায়নী ঘোষকে তলব করেছে ইডি। সিবিআইয়ের নজরেও তৃণমূল কংগ্রেস যুবনেত্রী ও টলিউড অভিনেত্রী। দুর্নীতির তদন্তে তাকে প্রথম দফায় জেরার পর ইডি ফের ডেকে পাঠায়। সায়নী বলেছেন, ডাকলেই যাব। তদন্তে একশ শতাংশ সহযোগিতা করব।

Advertisements

পঞ্চায়েত ভোটের তিনদিন আগে তৃ়ণমূল যুবনেত্রীকে পরপর জেরায় ডাকা ইস্যুটি রাজনৈতিক মহলে তীব্র আলোড়িত। বুধবার তাকে ফের জেরা করতে ডাকা হয়েছে। সিজিও তে যাবেন তিনি? সে কি আসবে? সে কি আসছে ? এই প্রশ্ন তুঙ্গে।

   

সায়নীর সাথে নিয়োগ দুর্নীতি ধৃত কুল্তল ঘোষের কানেকশন নিয়ে ইডি সন্দিহান বলে জানা গিয়েছে। সেই সূত্রে সায়নীর সম্পত্তির খতিয়ান তার কাছ থেকে লিখিত আকারে নিয়েছে ইডি। তদন্তে উঠে এসেছে টলিউডের অভিনেত্রী হলেও তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পরই সায়নী ঘোষের সম্পত্তির পরিমাণ উল্কা গতিতে বেড়েছে।

ইডির হাতে আছে সায়নী ও কুন্তলের মেসেজ। সেই মেসেজ বিশ্লেষণ করে ইডির সন্দেহ আরও বেড়েছে বলেই জানা যাচ্ছে। ফলে তৃণমূল যুবনেত্রী সায়নীকে আরও একবার জেরা করবে ইডি।