প্রাক বর্ষার বৃষ্টি শুরু, শিলমোহর IMD-র

দেশের বিভিন অংশে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল। আর আজ বৃহস্পতিবার শেষমেশ এমনই জানিয়ে দিল আইএমডি (IMD)। ইতিমধ্যে কলকাতায় বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ কয়েক…

দেশের বিভিন অংশে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল। আর আজ বৃহস্পতিবার শেষমেশ এমনই জানিয়ে দিল আইএমডি (IMD)। ইতিমধ্যে কলকাতায় বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে। এদিকে কলকাতার পাশাপাশি অন্যান্য শহরে স্বস্তির বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। আর এই নিয়েই এবার বড় দাবি করল আইএমডি।

আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশে বর্ষা (Monsoon)-র পরিস্থিতি নিয়ে বড় তথ্য দিলেন আইএমডি-র বিজ্ঞানী সোমা সেন। তিনি বলেন, “প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এর প্রভাব আজ থেকে দুর্বল হয়ে পড়বে। তবে এখানে পূর্বাঞ্চলের বৃষ্টি হবে যার কারণে তাপমাত্রা খুব বেশি বাড়বে না। তবে ২৩-২৪ তারিখ দিল্লিতে বিচ্ছিন্ন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

   

আইএমডি বিজ্ঞানী আরও জানাচ্ছেন, ‘বর্ষা আরও এগিয়ে এসেছে। আমরা আশা করছি যে আগামী ৩-৪ দিনের মধ্যে এটি পূর্ব মধ্য ভারত, পূর্ব ভারত-ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশের কিছু অংশ, পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ, ঝাড়খণ্ড, বিহার, বাংলায় আরও অগ্রসর হবে। যার জেরে আর্দ্রতা বেড়েছে এই সব রাজ্যে। এখন তাপপ্রবাহ পরিস্থিতি কেটে গেছে। আজ উত্তর-পূর্ব ভারতের পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলেও সামান্য তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে তবে তা অনেকটাই কেটে গেছে।’

আইএমডি জানাচ্ছে, ‘পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারত হলেও আগামীকাল শুক্রবার থেকে সেখান থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশে ৫ দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আমরা পাঞ্জাব ও হরিয়ানার জন্য কোনও তাপপ্রবাহের সতর্কতা জারি করছি না। আমরা বিষয়টির ওপর নজর রাখবো।’