লেকটাউনে অবৈধ কল সেন্টারের হদিশ! অস্ট্রেলিয়ায় পাতা হচ্ছিল প্রতারণার ফাঁদ

কলকাতা: কলকাতার লেক টাউনে একটি বেআইনি কল সেন্টারে বসে অস্ট্রেলীয় নাগরিকদের জন্য পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। নিয়মিত ফোন করে গ্রাহকদের ভুল বুঝিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছিল…

illegal call center

কলকাতা: কলকাতার লেক টাউনে একটি বেআইনি কল সেন্টারে বসে অস্ট্রেলীয় নাগরিকদের জন্য পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। নিয়মিত ফোন করে গ্রাহকদের ভুল বুঝিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছিল বিপুল পরিমাণ টাকা। সোমবার, পশ্চিমবঙ্গ সাইবার অপরাধ বিভাগ এই চক্রের পর্দাফাঁস করে ২১ জনকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করেছে। (illegal call center lake town)

কীভাবে কাজ করছিল প্রতারণা? illegal call center lake town

লেক টাউনের দক্ষিণদাঁড়ি রোডের ‘অসটেনিক্স সলিউশনস’ নামের একটি কল সেন্টার থেকে অস্ট্রেলীয় নাগরিকদের ফোন করা হচ্ছিল। কল সেন্টারের কর্মীরা নিজেদের ‘ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কস অফ অস্ট্রেলিয়া’-র কর্মকর্তা বলে পরিচয় দিয়ে বলত, গ্রাহকদের অবিলম্বে অপটিক্যাল ফাইবার কানেকশন নিতে হবে, না হলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। এর পর তারা গ্রাহকদের থেকে টাকা আদায় করত, কিন্তু পরে কোনও পরিষেবা দিত না।

   

এই প্রতারণা চালানোর জন্য ব্যবহার করা হত ‘আই বিম’ নামে একটি সফটওয়্যার, যার মাধ্যমে ভার্চুয়াল মোবাইল ফোনের সাহায্যে বিদেশি আইপি অ্যাড্রেস ব্যবহার করে ফোন করা হত।

Advertisements

গ্রেফতার হওয়া ২১ জন illegal call center lake town

এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ৪ জন মহিলা। কিছু পরিচিত নাম হল— শুভজিৎ সরকার, লোকনাথ দাস, আকাশ সাউ, বিষ্ণু ঘটক, কৌশিক হাজরা, সন্দীপন পাঁজা, জুনাইদ দেওয়ান, মহম্মদ আলি, রাহুল প্রজাপতি, জিশান দেওয়ান, সন্তোষ গুপ্ত, মহম্মদ আফজ়ল আলি, আকিব আলম, চয়ন দাস, সুব্রত নন্দী, সুজিত গুপ্ত, অনন্যা পাল, খুশি প্রবীণ, শ্রেয়শ্রী গোস্বামী, শ্রেয়া চক্রবর্তী।

বাজেয়াপ্ত তথ্যপ্রযুক্তি সরঞ্জাম illegal call center lake town

সাইবার অপরাধ বিভাগ লেক টাউনের এই কল সেন্টার থেকে ২৯টি কম্পিউটার, ২৩টি মোবাইল, ২টি ল্যাপটপ, ৩টি পেনড্রাইভ, ২টি রাউটার, ২টি পোর্ট, এবং ১টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে। এছাড়া, সেন্টারের রেজিস্টারে প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্যও পাওয়া গেছে।

এই চক্রটি ২০২২ সাল থেকে চলছিল এবং এখনও পর্যন্ত ২১ জনের গ্রেফতারির পর সাইবার উইং তদন্ত চালিয়ে যাচ্ছে।

Kolkata City: West Bengal Cyber Crime busts illegal call center in Lake Town targeting Australian citizens with broadband scam. Twenty-one arrested, equipment seized. Scam involved impersonating officials to extort money. Learn how the operation unfolded and its implications.