কেটে গিয়েছে ৩৯ ঘন্টা, ধর্মতলায় বসে জুনিয়ার ও সিনিয়রেরাও, কোনও সাড়া মেলেনি সরকারের

তিলোত্তমার বিচার চেয়ে পথেই দিন কাটাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors Strike) শনিবার থেকেই ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে রয়েছেন তাঁরা৷ প্রথমে ছ’জন অনশন শুরু…

ssgggg কেটে গিয়েছে ৩৯ ঘন্টা, ধর্মতলায় বসে জুনিয়ার ও সিনিয়রেরাও, কোনও সাড়া মেলেনি সরকারের

তিলোত্তমার বিচার চেয়ে পথেই দিন কাটাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors Strike) শনিবার থেকেই ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে রয়েছেন তাঁরা৷ প্রথমে ছ’জন অনশন শুরু করেছিলেন। এরপর গতকাল রাতেই যোগ আরও অনেকে৷ আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো যোগ দিয়েছেন৷ 

তিলোত্তমার বিচার চেয়ে নিরাপত্তার স্বার্থে ১০ দফা দাবি নিয়ে পথে দিন কাটাচ্ছে চিকিৎসকেরা৷ এবার এই আন্দোলনে জুনিয়ার চিকিৎসকদের (Junior Doctors Strike ) পাশে রয়েছে সিনিয়াররাও।

   

যদিও আন্দোলনের প্রথম থেকেই সিনিয়ারদের পাশে পেয়েছেন জুনিয়ার ডাক্তারের (Junior Doctors Strike ) ৷এবারেও তার অন্যথা হয়নি৷ ধর্মতলায় অনশন মঞ্চে আন্দোলনরত চিকিৎসকদের পাশে রয়েছেন সিনিয়াররাও৷ রিলে অনশনের ভাবনা সিনিয়ার চিকিৎসকেদের (Junior Doctors Strike ) ৷ শনিবার রাত থেকে না খেয়ে আছেন। স্বচ্ছতা বজায়ের জন্য রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরা। তবে সরকারের তরফ থেকে মেলেনি কোনও প্রতিক্রিয়া৷ 

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে দু’টি বায়ো টয়লেট বসানো হয়েছে। একটি ব্যবহার করছেন মহিলা অনশনকারীরা, অন্যটি ব্যবহার করছেন পুরুষ অনশনকারীরা। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের লিখিত অনুমতি মেলেনি। আন্দোলনকারীদের দাবি, রবিবার পুলিশ জানিয়েছিল, গ্রিন জ়োন হওয়ায় সেখানে বায়ো টয়লেট বসানো যাবে না। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের ৩৬ ঘণ্টা অতিক্রান্ত। এখনও সরকারের তরফে সাড়া মেলেনি।