কলকাতায় বিশাল কৃষক সমাবেশ, জেলায় জেলায় সিপিএমের প্রস্তুতি

কৃষক গর্জনে কাঁপতে চলেছে কলকাতা। জমায়েত ও বিক্ষোভের (Farmer Protest) প্রস্তুতি চলেছে জেলায় জেলায়। সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে হবে বিক্ষোভ। এই মোর্চার অন্যতম শরিক সিপিআইএমের…

AIKS

কৃষক গর্জনে কাঁপতে চলেছে কলকাতা। জমায়েত ও বিক্ষোভের (Farmer Protest) প্রস্তুতি চলেছে জেলায় জেলায়। সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে হবে বিক্ষোভ। এই মোর্চার অন্যতম শরিক সিপিআইএমের কৃষকসভা।

সংযুক্ত কিষান মোর্চার পশ্চিমবঙ্গ শাখা জানিয়েছে, ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক ধার্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। এর প্রতিবাদে ১৩ আগস্ট কলকাতায় মার্কিন তথ্য কেন্দ্র ঘেরাও করা হবে। আগামী ২৬ নভেম্বর কলকাতায় সুবিশাল কৃষক জমায়েত করা হবে।

   

সংযুক্ত কিষান মোর্চার পশ্চিমবঙ্গ শাখার পক্ষে অমল হালদার ও কার্তিক পাল শুক্রবার বিবৃতিতে জানান, বাংলা থেকে যাওয়া শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে হামলা ও বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে, এসআইআর’র নামে সর্বজনীন ভোটাধিকারের ওপর আক্রমণের বিরুদ্ধে ১৫ আগস্ট থেকে ধারাবাহিক প্রচার চালিয়ে আগামী ২৬ নভেম্বর এই কৃষক জমায়েত সংগঠিত হবে। সংগঠনের দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, মোদী সরকার ভারতীয় অর্থনীতি, বিশেষ করে কৃষি, দুদ্ধ, খাদ্য বাজার উন্মুক্ত করার দিকে এগিয়ে চলেছে, যা সমগ্র দেশ এবং জনসাধারণের স্বার্থের বিপুল ক্ষতি করবে এই দাবিতে সংযুক্ত কিষান মোর্চার দেশ জোড়া বিক্ষোভের অন্যতম কেন্দ্র হতে চলেছে কলকাতা। পশ্চিমবঙ্গে বিক্ষোভ সমাবেশের মূল উদ্যোক্তা সিপিআইএমের কৃষকসভা (AIKS) সংগঠন।

Advertisements

সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে আগামী ১৩ আগস্ট দেশজুড়ে কর্পোরেট ভারত ছাড়ো দিবস হিসেবে পালন করার আহ্বান জানানো হয়েছে। ওই দিন কলকাতা ও জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে। ট্রাম্পের কুশপুতুল পোড়ানো হবে।

সংযুক্ত কিষান মোর্চা পশ্চিমবঙ্গ শাখার পক্ষে ১০০ দিনের কাজ চালু করার দাবিতে সেপ্টেম্বর মাসে কলকাতায় রাজভবন অভিযান করা হবে। কৃষক সংগঠনের নেতৃত্বরা জানান, রাজ্যে অতিবৃষ্টির কারণে কৃষকের বিপুল ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং আলু ও পাটের ন্যায্য দামের দাবিতে সংযুক্ত কিষান মোর্সর আন্দোলন চলছে।