Kolkata Airport: বিমানবন্দরে একাধিক যাত্রীর কাছে বিপুল বেআইনি সোনা উদ্ধার

ফের রাজ্যে বিপুল বেআইনি সোনা উদ্ধারের ঘটনা। কলকাতা নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে (kolkata airport) আসা ১৩ জন যাত্রীর কাছে মিলেছে এই সোনা। এত সোনা কেন…

Covid 19

ফের রাজ্যে বিপুল বেআইনি সোনা উদ্ধারের ঘটনা। কলকাতা নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে (kolkata airport) আসা ১৩ জন যাত্রীর কাছে মিলেছে এই সোনা।

এত সোনা কেন রাজ্যে আনা হয়েছে তার কোনও সদুত্তর নেই। পঞ্চায়েত ভোট ঘোষণার পর পর বিপুল সোনা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বিমানবন্দর অভিবাসন কর্মীরা যাত্রীদের আচরণে সন্দেহজনক কিছু লক্ষ্য করেন। তাদের কাছেই মিলেছে সোনা।

   

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ওই ১৩ জন যাত্রীর কাছ থেকে মোট ৯৫৩ গ্রাম সোনা মিলেছে। কী কারণে তারা অভিবাসন বিভাগের চোখ এড়িয়ে সোনা কলকাতায় আনছিলেন তা স্পষ্ট নয়।

উদ্ধার করা সোনার বাজারমূল্য ৬৩ লক্ষ ৫৫ হাজার টাকার বেশি। বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, বেআইনি সোনা বহনকারী যাত্রীরা সবাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে কলকাতায় আসেন। একটি বিমানে ছিলেন ১১ জন যাত্রী। অপর একটি বিমানে ছিলেন দু’জন যাত্রী।