HS Exam Result: বুধেই উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানতে পারবেন এই সকল ওয়েবসাইটে 

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (HS Exam Result)। বেলা ১টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে। এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা…

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (HS Exam Result)। বেলা ১টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে। এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। তবে অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে দুপুর ৩ টের সময়। হাতে মার্কশিট যদিও আগামী শুক্রবার থেকে শুরু হবে। এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের অপেক্ষায় কয়েক লাখ পরিক্ষার্থী।

অনলাইনে কীভাবে ফল দেখবেন?

   

অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। আর সেই ওয়েবসাইটগুলি হল www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in। এছাড়াও www.results.shiksha – এই লিঙ্কে ক্লিক করেও এই উচ্চ মাধ্যমিকের রেজাক্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। এমনকি ডাউনলোড করেও তা রাখতে পারবেন। এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ক্লিক করেও আবেদন জানাতে পারবেন। এছাড়াও এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা West Bengal Higher Secondary এর ফলাফল জানতে পারবেন। অ্যাপের মাধ্যমেও ফল দেখার সুযোগ রয়েছে।

বেশ কয়েকটি ধাপে ক্লিক করতে হবে

সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটে www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in – ক্লিক করতে হবে। স্ক্রিনের উপর ভেসে উঠবে West Bengal HS Result 2024। সেখানে ক্লিক করতে হবে। এরপর আরেকটি পেজ খুলে যাবে। সেখানে পরিক্ষারথীর রোল নম্বর সহ বেশ কিছু তথ্য দিতে হবে। এরপর সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। হার্ড কপি পাওয়ার আগে সফট কপি ডাউনলোড করে রাখা যাবে।

বলে রাখা প্রয়োজন, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় গত ১৬ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি । প্রায় দুমাসের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কয়েক লাখ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেন। খাতা দেখা এবং ফলাফল প্রকাশের আগে একাধিক ব্যবস্থা নেওয়া হয় সংসদের তরফে।