প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা, পরীক্ষা বাতিল ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

কলকাতা: আজ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষার প্রথম দিনই প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে৷ পরীক্ষা বাতিল করা হয় ওই দুই…

কলকাতা: আজ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষার প্রথম দিনই প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে৷ পরীক্ষা বাতিল করা হয় ওই দুই পড়ুয়ার৷ একজন স্মার্টফোন এবং আরেকজন স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিল বলে অভিযোগ৷ তাদের হাতেনাতে ধরে ফেলে পরীক্ষা সাসপেন্ড করে সংসদ৷

Advertisements

পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই তাদের পরীক্ষা বাতিল করা হয়৷ উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার একটি স্কুলের ঘটনা৷ মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ এই দুটি ডিভাইস কোনওভাবেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ৷ কিন্তু এত কড়াকড়ি যে পরীক্ষা ঘিরে, মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রয়েছে, তারপরও কী করে এমন ঘটনা ঘটছে তা ভাবাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে৷

   

প্রসঙ্গত, পরীক্ষা কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল, কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী বা কোন জেলা কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ এবং সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷