Kolkata Metro Railway: মে মাসেই চালু হাওড়া-সল্টলেক মেট্রো পরিষেবা!

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro Railway) মে মাসের শেষেই চালু হতে পারে। এর সাথে যোগ হবে বহু প্রতীক্ষিত এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো…

Howrah-Salt Lake Metro Service to Launch in May!

short-samachar

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro Railway) মে মাসের শেষেই চালু হতে পারে। এর সাথে যোগ হবে বহু প্রতীক্ষিত এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো রুটও। একমাত্র সিআরএসের ছাড়পত্রের অপেক্ষা, তারপরেই এই রুটে যাত্রী নিয়ে চলতে শুরু করবে মেট্রো। এই রুট চালু হলে হাওড়া থেকে শিয়ালদহ যাত্রা করতে সময় লাগবে মাত্র ১১ মিনিট এবং হাওড়া থেকে সেক্টর ফাইভ যেতে লাগবে ২৫ মিনিটেরও কম।

   

মেট্রো সূত্রে জানা গেছে, শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটের কাজ শেষের দিকে। এই অংশটির নিরাপত্তা পরিদর্শন করেছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। আড়াই দিন ধরে তারা কাজটি পর্যবেক্ষণ করেন। এরপর তাঁদের ছাড়পত্র পাওয়ার পর মার্চের শেষে সিআরএস (কমিশনার অফ রেলওয়ে সেফটি) সেখানে পরিদর্শন করতে আসবেন। সিআরএসের অনুমোদন পেলেই মেট্রো যাত্রী নিয়ে পরীক্ষামূলক ভাবে চলবে।

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের দূরত্ব মাত্র ২.৬৩ কিলোমিটার। বউবাজার অংশের কাজ শেষ করতে প্রায় ছ’বছর সময় লেগেছে। এখানে মাটির নীচে সুড়ঙ্গে কয়েকবার বিপর্যয় ঘটেছিল, যার কারণে কাজের গতি ধীর ছিল। তবে, এখন প্রায় সবকিছুই প্রস্তুত। সিআরএসের অনুমোদন এলেই এই রুটে ট্রায়াল রান শুরু হবে। এরপর ফায়ারপ্রুফ সার্টিফিকেট এবং সিগন্যাল টেস্টসহ আরও কিছু প্রক্রিয়া শেষ করতে হবে।

এই প্রক্রিয়ায় আরও কিছু সময় লাগতে পারে। আশা করা হচ্ছে, এপ্রিলের শেষ নাগাদ সমস্ত প্রস্তুতি সম্পন্ন হবে। এরপর মেট্রো পরিষেবা চালু হওয়ার পথ পরিষ্কার হবে। মেট্রো আধিকারিকদের তরফে জানানো হয়েছে, মে মাস থেকে এই পরিষেবা চালু হতে পারে। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

বউবাজার অংশে বর্তমানে সিগন্যাল টেস্ট চলছে। আগামী সপ্তাহের মধ্যে এই পরীক্ষা শেষ হতে পারে। তারপরেই সুড়ঙ্গের ক্রস প্যাসেজে ফায়ারপ্রুফ দরজা বসানো হবে। এর আগে এই অংশে জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভে করা হয়েছিল। উল্লেখযোগ্য, মেট্রো নির্মাণের সময় বউবাজারের অনেক বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছিল। ২০১৯ সালের ৩১ আগস্ট বউবাজারে প্রথম ধস নেমেছিল। এরপর ২০২২ সালের ১১ মে ফের ধস দেখা দেয় এবং ১৪ অক্টোবর তৃতীয়বারের মতো ধস নেমেছিল।

মেট্রোর কাজের জন্য বউবাজারের ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির তলায় জল থাকায় মেট্রোর কাজের সময় ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। তবে, বর্তমানে সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে। মেট্রো কর্তৃপক্ষ আশা করছেন, শীঘ্রই সবকিছু ঠিকঠাক হয়ে গেলে পুরো সিস্টেম কাজ করবে।

এতদিন পর মেট্রো পরিষেবা চালু হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। হাওড়া, শিয়ালদহ এবং সেক্টর ফাইভের মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সুবিধাজনক হবে। এই নতুন মেট্রো রুট চালু হলে যাত্রীরা সময়ের অনেক সাশ্রয় করতে পারবেন। বিশেষত, হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছাতে দীর্ঘ সময়ের যাত্রা আর থাকছে না। দ্রুত গতির এই পরিষেবা শহরের জনগণের জন্য বড় উপকারে আসবে।

এছাড়া, একদিকে যেমন এই মেট্রো পরিষেবা শহরের ট্রাফিক সমস্যা কিছুটা সমাধান করবে, তেমনি পরিবেশের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়বে। তবে, মেট্রোর কাজের কারণে যে ক্ষতি হয়েছে বউবাজারে, তার জন্য মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষতিপূরণের কথা ভাবা হয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন। এখন অপেক্ষা শুধু সিআরএসের ছাড়পত্রের। তার পরেই পূর্ণ আকারে শুরু হবে এই মেট্রো পরিষেবা।