খাস কলকাতায় ভেঙে পড়ল বাড়ি, আহত ১

আতঙ্ক কলকাতায়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। সম্প্রতি বাঘাযতীন-ট্যাংরা-হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ার ঘটনা প্রকাশ্যে আসে। বাড়ি হেলে পড়ার বিতর্ক কাটতে না কাটতেই…

house collapse

আতঙ্ক কলকাতায়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। সম্প্রতি বাঘাযতীন-ট্যাংরা-হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ার ঘটনা প্রকাশ্যে আসে। বাড়ি হেলে পড়ার বিতর্ক কাটতে না কাটতেই এরই মধ্যে এবার ভেঙে পড়ল বাড়ি। রবিবার উত্তর কলকাতার মুক্তরামবাবু স্ট্রিটে বাড়ি ভেঙে পড়ে। জানা গিয়েচজে আজ দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন একজন।

বেশ কিছুদিন ধরে এই পুরনো বাড়িটির সংস্কারের কাজ চলছিল, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে। জানা গিয়েছে রবিবার হঠাৎ বাড়িটির সামনের অংশ ভেঙে পড়ে। এই ঘটনায় এক শ্রমিক আহত হন। তাঁকে উদ্ধার করে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা পুলিশ জানিয়েছে যে ধ্বংসস্তপের ভিতরে কেউ আটকে নেই।

Advertisements

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাটি জনবহুল বলে জানা যাচ্ছে যেখানে রয়েছে নিত্যদিনের মানুষের যাতায়াত। হঠাৎ এমন ঘটনা ঘটাই বড় দুর্ঘটনার কথা উড়য়ে দেওয়া যাচ্ছেনা।