জানুয়ারি মাসে বঙ্গ সফর বাতিল করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই সময় সভা বাতিলের কারণ হিসেবে জানা গিয়েছিল, বিহারের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির জন্য তিনি আগে সেখানে যাবেন৷ জানুয়ারির আগে নভেম্বর ও ডিসেম্বর মাসে বাংলায় ঘুরে গিয়েছেন অমিত শাহ৷ মাঝে শুধু জানুয়ারি মাসটা বাদ গিয়েছে৷ এবার ফের বাংলা সফরে আসছেন তিনি৷
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দলীয় সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি রাতে বাংলায় পা রাখবেন শাহ৷ ২৯ তারিখ রয়েছে তাঁর একগুচ্ছ কর্মসূচি৷ ওইদিন শাহ যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে৷ মায়াপুরে মন্দির দর্শন করার পর রানাঘাটসহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর৷
সেখান থেকে কলকাতা ফিরে দলীয় বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কোনও প্রকাশ্য সমাবেশ করবেন না তিনি৷ এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত৷ তবে এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত কিছু নিশ্চিত করেননি৷ অমিত শাহের পর মার্চ মাসে বাংলা সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷