PAC Chaiman: মুকুল রায় ইস্যুতে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

আবারও একবার মুকুল রায়ের (Mukul Roy) পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হল। জানা গিয়েছে…

আবারও একবার মুকুল রায়ের (Mukul Roy) পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হল। জানা গিয়েছে বৃহস্পতিবার বেলা ১২.৩০ এ শুনানির সময় ধার্য করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Advertisements

সম্প্রতি মুকুল রায়ের পিএসসির চেয়ারম্যান পদ খারিজ নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল আবেদন করতে চাইলে শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

   

এদিকে সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্থা জানিয়ে দেন তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন না। যেহেতু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি বিচারাধীন রয়েছে তাই মামলার শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে জানানো হয় হাইকোর্টের তরফে।