কলকাতা: রাজ্যের পুলিশ শহরের অবৈধ নির্মাণ ভাঙতে ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে৷ এমনটা আগেই বলেছিল কলকাতা হাই কোর্ট৷ সোমবার এই বিষয়ে আরও একবার সতর্ক করল আদালত৷ এদিন, বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই বেইনি নির্মাণ ভেঙে ফেলে হবে। নারকেল ডাঙার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ বিচারপতি সিনহার৷
নারকেলডাঙার একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা৷ কিন্তু, কোনও ভাবেই ওই পাঁচতলা বাড়িটি খালি করতে পারছে না প্রশাসন। অভিযোগ, এই কাজে কলকাতা পুলিশের সহযোগিতা মিলছে না৷ বিষয়টি আদালতে জানিয়েছিল পুরসভা। এবার এই মামলায় সময় বেধে দিলেন তিনি৷ সোমবার পুলিশ এবং পুরসভার উদ্দেশে বিচারপতি জানান, আগামী ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে ওই বাড়িটি ভাঙতে না-পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে বাধ্য হবেন তিনি৷
এদিন বিচাপতি সিনহা বলেন, পুরসভা নিজেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল৷ তাই বাড়িটা ভাঙা হল কি না, সেটা দেখার দায়িত্বও তাদের। তাঁর প্রশ্ন, পুলিশ কী করছে? পুরসভার তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়, ‘জবরদখলকারী’দের উচ্ছেদে পুলিশ কোনও সাহায্য করছে না। এই সম্পর্কিত কিছু ছবিও দেওয়া হয়েছে আদালতে। তদের দাবি, পুলিশ নিরাপত্তা না দিলে ওই বাড়ি ফাঁকা করে কাজ করা সম্ভব হচ্ছে না৷
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, নারকেলডাঙার ওই অবৈধ বহুতলে ইতিমধ্যেই নোটিস সেঁটে দেওয়া হয়েছে৷ বাসিন্দাদের বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে। পুলিশের কাজে যাতে কোনও রকম বাধা না-আসে, সেই দিকটিও নিশ্চিত করা হচ্ছে।