কলকাতা ২৫ সেপ্টেম্বর: শহরে এক ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় আট জনের মৃত্যুতে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলায় রিপোর্ট তলব করেছে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কলকাতা ইলেকট্রিক (CESC) সাপ্লাই কর্পোরেশন (CESC)-কে এই দুর্ঘটনার পূর্ণ বিবরণী ও তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে ৭ নভেম্বর। সেই দিনেই মামলার শুনানি হতে পারে।
ঘটনার বিস্তারিত বিবরণ অনুসারে, শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক লাইন বা বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্টের ফলে আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, আট জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনা শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।
হাইকোর্টের নির্দেশকে গুরুতর ধাপে নেওয়া হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে, এই ঘটনায় দায়ী কারও অবহেলা বা ত্রুটি থাকলে তার তদন্ত অপরিহার্য। রাজ্য সরকার, পুরসভা এবং CESC-কে সুনির্দিষ্ট তথ্য ও রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে। রিপোর্টে ঘটনার সময়, দুর্ঘটনার কারণ, এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর জন্য নেওয়া ব্যবস্থা উল্লেখ থাকতে হবে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, হাইকোর্টের এই স্বতঃপ্রণোদিত উদ্যোগ শহরের বিদ্যুৎ নিরাপত্তা এবং নাগরিকদের জীবন রক্ষায় বিশেষ গুরুত্ব বহন করছে। আদালত চাইছে, ভবিষ্যতে আর এমন দুর্ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়েও সুপারিশ বা পরিকল্পনা রিপোর্টে উল্লেখ থাকতে হবে।
সারা শহরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা সামাজিক উদ্বেগও তৈরি করেছে। পরিবারগুলো যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ সহায়তা প্রদান করছে। হাইকোর্টের নির্দেশের ফলে ক্ষতিপূরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ পদক্ষেপের উপর নজরদারি আরও শক্তিশালী হবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
