ভারী বৃষ্টিতে ভাসছে একের পর এক জেলা। এক কথায় শক্তিশালী নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একের পর এক জেলায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather) দাপট চলবে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ শুক্রবার অর্থাৎ সপ্তাহান্তেও প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একের পর এক জেলা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে বুলেটিন জারি করা হয়েছে তা দেখে আপনারও চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে বৈকি। জানা যাচ্ছে, আর কিছুক্ষনের মধ্যেই বাংলার দিকে তাক করে ব্যাপক দূর্যোগ ধেয়ে আসছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেঁকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে. দোসর হবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের মতে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমানায় একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে। এটি আবার শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে আজ শুক্রবার জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি, সেইসঙ্গে দমকা হাওয়ার সতর্কতা জারি করা হচ্ছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।
আগামী কয়েক ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূলে উত্তাল সমুদ্র এবং জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং বাদবাকি জেলাগুলিতে। প্রত্যেকটি জেলার উদ্দেশ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Heavy to very heavy rainfall & associated thunderstorm activity likely to continue over West Bengal. pic.twitter.com/00x4LY5Cy8
— IMD Kolkata (@ImdKolkata) August 1, 2024