Heavy rainfall: তীব্র গরমের মধ্যেই একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

তীব্র গরমে অস্বস্তিতে রাজ্য। কালঘাম ছুটে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। এরই মাঝে ৫ জেলায় চলবে ভারী বৃষ্টি (Heavy rainfall)-এর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।  …

Heavy rainfall: তীব্র গরমের মধ্যেই একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

তীব্র গরমে অস্বস্তিতে রাজ্য। কালঘাম ছুটে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। এরই মাঝে ৫ জেলায় চলবে ভারী বৃষ্টি (Heavy rainfall)-এর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

 

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টির পরিমাণ এবার কিছুটা কমবে দক্ষিণের জেলাগুলিতে। সেইসঙ্গে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে গরম বজায় থাকবে, পাশাপাশি সেভাবে বৃষ্টি হবে না। আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Advertisements

 

যদিও ভাগ্য প্রসন্ন হবে উত্তরবঙ্গের। পাঁচ দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার – এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।