আকাশ কালো করে সকাল থেকেই নামল ভারী বৃষ্টি, ৪ জেলায় অ্যালার্ট

একদম কাঁটায় কাঁটায় মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। দক্ষিণ-দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটু অগ্রসর হতেই বৃষ্টির খেলা শুরু হয়ে গেল বাংলায়। শুক্রবার সকাল থেকে…

একদম কাঁটায় কাঁটায় মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। দক্ষিণ-দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটু অগ্রসর হতেই বৃষ্টির খেলা শুরু হয়ে গেল বাংলায়। শুক্রবার সকাল থেকে একদম যেন ৩৬০ ডিগ্রি ঘুরে গেল শহর কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather), কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা ঘটতে পারে। গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টির (Heavy Rainfall) তাণ্ডব।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহ শেষে আরো বৃষ্টি বাড়বে। আজ শুক্রবার কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জানেন? না জানা থাকলে জেনে নিন ঝটপট। আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী তো আবার কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল থেকেই কলকাতা সহ জেলাইয় জেলায় কখনও ভারী তো কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টিপাত হতে পারে।

   

যদিও ভারী বৃষ্টির জন্য আজ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এবার আসা যাক উত্তরবঙ্গের কথায়। আজও উত্তরবঙ্গের উপরিভাগের ৫ জেলায় ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আজ উত্তরবঙ্গের যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির মাত্রা হতে পারে ৭ থেকে ১১ সেমি। বাকি জেলাগুলি যেমন মালদহ এবং দুই দিনাজপুরে আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। আগামী বুধবার অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।