আজ সোমবার সকাল থেকে জায়গায় জায়গায় শুরু হয়েছে পঞ্চম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। কিন্তু আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? না জানা থাকলে জেনে নিন। জানা যাচ্ছে, সপ্তাহের প্রথম দিনেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টির (Heavy Rainfall) ভ্রুকুটি তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে একটি বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন দেখে সকলেরই চোখ ছানাবড়া হয়ে যেতে পারে। আজ জায়গায় জায়গা ভারী বৃষ্টি তো আবার কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের বহু জেলায় ঝড় বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, এদিন বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, দুই বর্ধমান, নদীয়াতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা।
কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। আগামী ২২ মে অর্থাৎ বুধবার অবধি বাংলার আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর। মূলত একটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের অঞ্চলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, তাই এই পরিস্থিতি।
অন্যদিকে উত্তরবঙ্গে আজ বহু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, দুই দিনাজপুরের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো হবেই। এর পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়াও বইবে।
এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া।
Thunderstorm related Special Bulletin dated 19.05.2024 pic.twitter.com/JlMdMfB730
— IMD Kolkata (@ImdKolkata) May 19, 2024