শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, ২ ঘণ্টায় ৫ জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা

ফের একবার বাংলাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। সাফ সাফ বলা হয়েছে, এখনই দুর্যোগের হাত থেকে রেহাই পাবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ।…

ফের একবার বাংলাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। সাফ সাফ বলা হয়েছে, এখনই দুর্যোগের হাত থেকে রেহাই পাবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। ইতিমধ্যে শনিবার সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি (Heavy Rainfall) শুরু হয়েছে। এখনও সেই বৃষ্টি চলছে। সঙ্গী হয়েছে বজ্রবিদ্যুৎ।

এদিকে আগামী কয়েক ঘণ্টায় এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মূলত বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে। এটি আগামী কিছু ঘণ্টায় গভীর নিম্নচাপের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। প্রবল বৃষ্টিতে ইতিমধ্যে বিপর্যস্ত হয়ে গিয়েছে সুন্দরবনের একাংশ। ব্যাহত হয়েছে জনজীবন। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে শুরু করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে খবর।

   

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ থেকে আগামী সোমবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের অতি বৃষ্টিতে বাংলার বিপদ আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৪৬ হাজার কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। তবে এই জলের পরিমাণ যদি আরও বাড়ানো হয় তাহলে আর দেখতে হবে না। নতুন করে জেলায় জেলায় বন্যার সৃষ্টি হবে।

এদিকে বাংলার বেশ কিছু জায়গায় গঙ্গা ভাঙনের ভয় তাড়া করে বেরাচ্ছে সকলকে। অনেকেই বাড়ি ছাড়তে অবধি শুরু করেছেন। ইতিমধ্যে সকাল থেকে টানা বৃষ্টির জেরে জল জমে গিয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। তবে এখানেই শেষ নয়, আগামী ২ ঘণ্টার মধ্যে আরও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।