নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি, বাংলার জেলায় জেলায় লাল-কমলা অ্যালার্ট জারি

ফের একবার অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ শুক্রবার দিনভর যে বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছিল তা একদম মিলে গেল। দুপুর…

ফের একবার অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ শুক্রবার দিনভর যে বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছিল তা একদম মিলে গেল। দুপুর হতেই এদিন ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহরজুড়ে। জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে আজ দফায় দফায় বাংলাজুড়ে বৃষ্টি হবে।

আজ শুক্রবার দুপুর ৩টের একটু পরেই কাঁপানো বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে আকাশ কালো হয়ে রয়েছে। ইতিমধ্যে টানা বৃষ্টির কারণে বহু এলাকা জলের তলায় চলে গিয়েছে। জলমগ্ন হয়েছে শহর কলকাতার রাস্তাঘাটও। যাইহোক, আজ সকাল থেকেই অতি ভারী বর্ষণ হচ্ছে হুগলী, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায়। তবে এখনই কিন্তু এই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বিকেলের দিকে বা সন্ধের পরেও উল্লেখিত জেলাগুলিতে বৃষ্টির দাপট চলবে।

   

এরপর আগামীকাল ভারী বর্ষণের সতর্কতা জারি করা হল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায়।  এছাড়া আজ ও আগামীকাল টানা বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। মূলত আগামীকাল শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে।

আজ লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচভার, মালদা এবং কালিম্পং জেলায়। বৃষ্টির সঙ্গে দোসর হবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি হচ্ছে।