ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ঠ্যালা, রবিতে ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আর রক্ষে নেই, ফের একবার বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার ছুটির দিনও কলকাতা সহ…

rainfall kol

আর রক্ষে নেই, ফের একবার বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার ছুটির দিনও কলকাতা সহ সমগ্র বাংলাজুড়ে তোলপাড় করা আবহাওয়ার ইঙ্গিত দিয়ে সকলকে চমকে দিয়েছে মৌসম। একে তো রবিবার ছুটির দিন, তারওপর মেঘলা আবহাওয়া। সকলেরই কমবেশি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। কিন্তু নাছোড়বান্দা বৃষ্টি আপনার সব আনন্দ পন্ড করবে। কারণ একদম আটঘাট বেঁধে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বলে খবর।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে বাংলার আবহাওয়া বিরাট চোখ পাল্টি করতে চলেছে আজ। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মাঝে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশ সংলগ্ন একটি ঘূর্ণাবর্তও রয়েছে। ফলে এই দুইয়ের জেরে আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী কয়েকদিন বাংলার একের পর এক জেলায় কখনও ভারী তো আবার কখনও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

   

Image

আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলী, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উত্তাল থাকবে সমুদ্র। ৩৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলা ও ওড়িশা উপকূলে। যে কারণে আগামী ২৬ আগস্ট অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইতিমধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে জল থৈ থৈ অবস্থা হয়েছে কলকাতা শহর সহ বাংলার বেশ কিছু জেলার। নিম্নবর্তী এলাকা থেকে শুরু করে বিভিন্ন আন্ডারপাসে জল জমে গিয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের দাপটে রবিবার ২৫ আগস্ট দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।