কলকাতা: আর রক্ষে নেই, নিম্নচাপ, ঘূর্ণাবর্তের দাপটে দফায় দফায় ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে সমগ্র বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিশেষ বুলেটিন জারি করে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার ৫ জুলাই ও আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া দুর্যোগে ভরা হবে।
আজ প্রথমেই আসা যাক কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। মহানগর-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর জেরে অনেক জেলাতেই তাপমাত্রা কমেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশের উত্তরাঞ্চল ও এর আশপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপর ১.৫ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় দক্ষিণ দিকে হেলে রয়েছে। যে কারণে আজ ও আগামী দিনে বাংলার একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি হতে পারে।
আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাদ যাবে না কলকাতাও। আজ সকাল থেকেই শহরের মুখ ভার। সেইসঙ্গে বইছে ফুরফুরে হাওয়া। তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়াও বিরাজ করছে।
যাইহোক, এদিকে টানা কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির পর তাপমাত্রা অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বৃহস্পতিবারও একই পরিস্থিতি ছিল।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সপ্তাহান্তে এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে।
Weather Warnings for West Bengal dated 04-07-2024 pic.twitter.com/bImJ5AAbDP
— IMD Kolkata (@ImdKolkata) July 4, 2024