দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস, মুখ্যমন্ত্রীর তৎপরতায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য

কলকাতা: শারদীয়ার উৎসবের আমেজ যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই বৃষ্টির পূর্বাভাস (Durga Puja weather forecast) নিয়ে উদ্বেগ বাড়ছে শহর ও মফস্বলে। হাওয়া অফিস জানাচ্ছে, দুর্গাপুজোর…

কলকাতা: শারদীয়ার উৎসবের আমেজ যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই বৃষ্টির পূর্বাভাস (Durga Puja weather forecast) নিয়ে উদ্বেগ বাড়ছে শহর ও মফস্বলে। হাওয়া অফিস জানাচ্ছে, দুর্গাপুজোর দিনগুলিতে ফের দানা বাঁধতে চলেছে নতুন নিম্নচাপ। নবমীর দিন থেকেই শুরু হতে পারে এর প্রভাব, আর দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নেমে আসতে পারে ভারী বৃষ্টি। ফলে প্যান্ডেল হপিং-এর আনন্দে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisements

এই পরিস্থিতিকে সামনে রেখেই ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রতিনিয়ত শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যে কোনও ধরনের আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন।

   

রাজ্য সরকারের তরফে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে দুর্গাপুজো উপলক্ষে। প্রশাসনিক সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে একজন সিনিয়র আইএএস আধিকারিক দায়িত্বে থাকবেন। একইসঙ্গে, দু’জন করে ডব্লুবিসিএস পদমর্যাদার আধিকারিক শিফটে উপস্থিত থাকবেন যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

কলকাতা পুরসভা, নগর উন্নয়ন দপ্তর, সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বিভাগ যৌথভাবে কাজ করছে। জল জমে গেলে দ্রুত পাম্প সেট চালু রাখা, বিদ্যুতের তারে সমস্যা হলে তাৎক্ষণিক মেরামতির ব্যবস্থা করা, দুর্ঘটনা এড়াতে দমকলের বিশেষ টহল দেওয়া সহ একাধিক পদক্ষেপ আগেভাগেই নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, গত সপ্তাহে নিম্নচাপের জেরে অতিবৃষ্টি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের জনজীবন বিপর্যস্ত করেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই এবারে আগেভাগে তৈরি সরকার।

হাওয়া অফিস জানিয়েছে, ১ অক্টোবর সমুদ্র উত্তাল থাকবে নিম্নচাপের জেরে। তাই ওই দিন বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া এবং উচ্চ ঢেউয়ের কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে মৎস্যজীবীদের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ।

শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো (২০-২৪ অক্টোবর) ও ছটপুজো (২৭-২৮ অক্টোবর) উপলক্ষেও কন্ট্রোল রুম খোলা থাকবে। এতে যেকোনও প্রাকৃতিক দুর্যোগ বা ভারী বৃষ্টির কারণে জনজীবনে সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

রাজ্যের তরফে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। অযথা বাইরে না বেরোনো, জল জমা এলাকায় প্রবেশ না করা এবং কোনও সমস্যায় পড়লে স্থানীয় পুরসভা বা প্রশাসনের হেল্পলাইনে যোগাযোগ করার জন্য বার্তা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, পুজোয় যাতে আনন্দে কোনও ভাটা না পড়ে, তার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি দপ্তরের কর্মকর্তা সকলে একযোগে প্রস্তুত রয়েছেন। সরকার চাইছে, উৎসবের আবহ বজায় রাখার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে।