বাংলায় ক্রমশ পোক্ত ইনিংসের পথে বর্ষা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ফলে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টি হবে হালকা-মাঝারি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। প্রকৃতির খামখেয়ালিপনার কারণে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
শুক্রবারই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ বলয়ে। ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উত্তরাংশের কাছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসসাগরের উপর তৈরি হয়েছে এই নিম্নচাপ। পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্বে রয়েছে সেই নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে এর দূরত্ব ২৪০ কিলোমিটার। কলিঙ্গপত্তনমের পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে রয়েছে নিম্নচাপটি। বঙ্গোপসাগরের উপর দিয়ে ক্রমে তা উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।
এর ফলে আজ, শনিবার (২০ জুলাই) থেকে টানা বৃষ্টির বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার ভারী বৃষ্টি হবে, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ২১ জুলাই, রবিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু স্থানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আপাতত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি।
শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।