মহালয়া দরজায় কড়া নাড়ছে। কাল বাদে পরশু, রবিবারই মহালয়া। তারপর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে দেবীপক্ষ। এই সময় থেকেই পুজোর আমেজ ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা, কেনাকাটার শেষ মুহূর্তের ছক— সবই প্রায় তৈরি। কিন্তু আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ষার বৃষ্টি।
প্রতি বছরই মহালয়ার সময় বৃষ্টির সম্ভাবনা থাকে। এ বারও তার ব্যতিক্রম নয়। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়ার দিন সকাল থেকে আকাশে মেঘলা আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও তা অল্প সময়ের জন্য হতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা খোলার সম্ভাবনাও রয়েছে।
মহালয়ার দিন থেকে প্যান্ডেল হপিং শুরু করে দেন বহু মানুষ। আগে যেখানে চতুর্থী বা পঞ্চমীর অপেক্ষা করা হত, এখন মহালয়ার পর থেকেই নতুন পোশাক পরে বেরিয়ে পড়েন অনেকে। তবে এ বছর বৃষ্টির কারণে অনেকেই নিজেদের পরিকল্পনায় কিছুটা বদল আনছেন। বিশেষ করে বাইরে বেরনোর আগে সকালের আবহাওয়ার আপডেট দেখে নিচ্ছেন।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে, তবে বিকেল থেকে আকাশ কিছুটা খোলার সম্ভাবনা রয়েছে। পুজোর মূল দিনগুলিতে—ষষ্ঠী, সপ্তমী থেকে দশমী পর্যন্ত—আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে বলে ইঙ্গিত মিলছে।