Weather: ভাদ্রে অঝোর শ্রাবণ ধারা, রাজ্য জুড়ে ভারী বৃষ্টি

Weather: রাজ্য জুড়ে  তুমুল বৃষ্টি। বিরামহীন বৃষ্টিতে ভাসছে  একাধিক জেলা। গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়।…

Weather: ভাদ্রে অঝোর শ্রাবণ ধারা, রাজ্য জুড়ে ভারী বৃষ্টি

Weather: রাজ্য জুড়ে  তুমুল বৃষ্টি। বিরামহীন বৃষ্টিতে ভাসছে  একাধিক জেলা। গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ আরো বেশ কয়েকগুণ বাড়বে। এই ভারী বৃষ্টির জেরে গোটা কলকাতার রাস্তা জুড়ে জল। আজও বৃষ্টিতে ভিজবে রাজ্যবাসী।

শনিবার  দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি সমস্ত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। একটি ঘূর্ণিঝড় উত্তর বাংলাদেশ ও প্রতিবেশী এলাকায় অবস্থান করছে। যার দরুন বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা বয়ে আসছে রাজ্যে। এর জেরেই ক্রমাগত চলতে থাকবে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসার কারণে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে।

Advertisements

উত্তরবঙ্গে তিস্তা, তের্সা, রায়ডাক, জলঢাকা নদীতে জলস্তর বাড়ছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভবনা। এরসঙ্গেই দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি অন্যান্য জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আজও উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। বেশ কিছু জায়গায় জারি লাল সতর্কতা। বিক্ষিপ্ত সহ ভারী বৃষ্টির সম্ভবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।