তাপপ্রবাহের (Heatwave Alert) হাত থেকে এখনই রেহাই নেই। তীব্র তাপদাহে জ্বলছে কলকাতা সহ একের পর এক জেলা। শুধুমাত্র এপ্রিল মাসেই নয়, আগামী মে মাসের শুরুতেও তীব্র গরমে পুড়তে চলেচে বাংলা বলে খবর। তবে আজ রবিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া তা নিয়ে বড় আপডেট জারি করল আলিপুর আবহাওয়া অফিস যা আপনারও শুনে রাখা জরুরি।
আপাতত আরও ৭ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ব্যাপক তাপপ্রবাহ অব্যাহত থাকবে। শুধু তাই নয়, আজ ও আগামী কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও বহু জেলায় হিটওয়েভ চলবে। আজ থেকে আগামী ১ মে অবধি রেফ অ্যালার্ট জারি করা হয়েছে মূলত ৭ জেলায়। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এই ৭ জেলা হল বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান।
এছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। এছাড়া আগামী ২৯ এপ্রিল অবধি কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। এই জেলাগুলি হল মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এরপর আগামী ৩০ এপ্রিল উত্তরবঙ্গের দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলি হল মালদা এবং দক্ষিণ দিনাজপুর। সকাল ১১টা থেকে বিকেল ৪টে অবধি বাইরে না বেরোনই ভালো বলে পরামর্শ জারি করছে হাওয়া অফিস।
Special Bulletin-13 : Heat Wave Warning over the districts of West Bengal during 27th April–01st May, 2024. pic.twitter.com/PBT4wQaPrq
— IMD Kolkata (@ImdKolkata) April 27, 2024