Heatwave: সপ্তাহের শুরুতেই জেলায় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি, সাবধানে থাকুন

weaher

গরম থেকে অব্যাহতি নেই, আজ সোমবার থেকে ফের টানা দহনজ্বালায় (Heatwave) জ্বলতে শুরু করবে কলকাতা সহ সমগ্র বাংলা। ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

Advertisements

এছাড়া আবহাওয়া দফতর বিহার ও ঝাড়খণ্ডের জন্য ‘কমলা সতর্কতা’ এবং পূর্ব উত্তর প্রদেশ এবং কেরালার উত্তরাঞ্চলে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। আইএমডি জানিয়েছে যে বাংলা এবং ওড়িশায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার সাথে তাপপ্রবাহের পরিস্থিতি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তাপমাত্রার নিরিখে রাজস্থান থেকে শুরু করে মরু দেশ দুবাইকে হার মানিয়ে দিয়েছে বাংলা। বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের গরম তাপমাত্রা। উত্তরবঙ্গের স্বস্তির বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ কয়েক বিন্দু বৃষ্টির জন্য রীতিমতো অপেক্ষা করছে। আজ সোমবারও বাংলার বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া-সহ ৭ জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

তবে আগামী এক সপ্তাহের মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। এদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে এদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

Advertisements

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিমবঙ্গের কলাইকুন্ডায় ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে তাপমাত্রা ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলার অন্যান্য অঞ্চলগুলি হল মেদিনীপুর (৪৩.৫), বাঁকুড়া (৪৩.২), ব্যারাকপুর (৪৩.২), বর্ধমান (৪৩), আসানসোল (৪২.৫), পুরুলিয়া (৪২.৭) এবং শ্রীনিকেতন (৪২)।