বাংলায় ফের…! ভয়ের কথা হাওয়া অফিসের বার্তায়

মাথায় বর্ষার ছাতা দেওয়ার বদলে আবার চোখে সানগ্লাস এবং সঙ্গে ওআরএস রাখার সময় ফিরে এল। আলিপুর আবহওয়া দপ্তর আবার একবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গের…

weather

মাথায় বর্ষার ছাতা দেওয়ার বদলে আবার চোখে সানগ্লাস এবং সঙ্গে ওআরএস রাখার সময় ফিরে এল। আলিপুর আবহওয়া দপ্তর আবার একবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গের তিন জেলায়। প্রসঙ্গত বর্ষা প্রায় দোরগোড়ায় হলেও, এখনও কয়েকদিন গরমের ঝলকানি সহ্য করতে হবে রাজ্যবাসীকে। শুধু তাই নয় প্রয়োজনে আর বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সপ্তাহের শেষে তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহওয়া দপ্তর।

গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলের কোনও আশা নেই। উল্টে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গেই আলিপুর আরও জানিয়েছে যে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় কাঠাফাটা গরম চলবে। তার প্রভাব থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। সেই সংক্রান্ত সতর্কতাও জারি করে দিয়েছে আবহাওয়া দফতর।

   

প্রসঙ্গত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও ঢের দেরী আছে বলে জানা গিয়েছে আর এই আবহেই আরও একবার পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ। চিকিৎসকরা ফের একবার প্রয়োজন ছাড়া চড়া রোদে বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছে। শুধু তাই নয়, রয়েছে হিট স্ট্রোকের আশঙ্কা। তাই অতিরিক্ত ঘাম হলেই ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা।