আজ সকালে দত্তপুকুর মাঠে একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা মাঠে শবদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর দেখে, দেহটি অত্যন্ত বিকৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রাথমিক ভাবে দেহটি পর্যবেক্ষন করে এক আধিকারিক জানান, কিছুদিন আগে মারা গিয়ে থাকতে পারেন ওই ব্যক্তি। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সূত্রের খবর, উদ্ধার হওয়া মুণ্ডহীন দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গভীর রাতে ভারী ধারালো অস্ত্র দিয়ে সামনে থেকে গলা কেটে খুন করা হয়েছে। খুনের আগে হাত-পা বাঁধা অবস্থায় ছিল বলে জানানো হয়েছে প্রাথমিক রিপোর্টে। পোশাক দেখে পুলিশের অনুমান একটি বস্ত্র প্রস্তুতকারী কারখানার শ্রমিক হতে পারেন মৃত ব্যক্তি। পার্শবর্তী কারখানায় এবং আশপাশের এলাকায় যাঁরা ভাড়া থাকেন, সেখানেে আজ তল্লাশি অভিযান চালাবে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতদেহটি মাঠের মাঝখানে পড়েছিল এবং প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে, কোনো সন্ত্রাসবাদী দল ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির কোনো পরিচয়পত্র উদ্ধার করা যায়নি, যা তদন্তে আরও জটিলতা সৃষ্টি করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট হাতে আসলে হত্যাকাণ্ডের প্রতক্ষ কারণ পরিষ্কার হবে। ঘটনার পর, পুলিশ স্থানীয় এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে খতিয়ে দেখছেন।
এই রহস্য মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এক এলাকাবাসীর মতে এমন মর্মান্তিক ঘটনা এর আগে ঘটেনি। তবে পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুত এই ঘটনা উদঘাটন করা হবে।