ISF: ১ হাজারের বেশি সমর্থক নয়, নওশাদের উপস্থিতিতে শর্তসাপেক্ষে সভার অনুমতি

ISF কে শর্তসাপেক্ষ সভার অনুমতি হাইকোর্টের। ২১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা। দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত সভার সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট।…

Naushad Siddiqui

ISF কে শর্তসাপেক্ষ সভার অনুমতি হাইকোর্টের। ২১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা। দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত সভার সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট।

গত বছর ২১ জানুয়ারি আইএসএফের সভা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এবারও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের আইনজীবী। তবে একগুচ্ছ শর্ত দিয়ে সভা করার অনুমতি দেয় হাইকোর্ট।

১) সভায় এক হাজারের বেশি লোকের জমায়েত করা যাবে না।২) ২০ ফুটের বেশি মঞ্চ নয়।৩) বেলা ২.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত কর্মসূচি করা যাবে। ৪) উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। ৫) স্বেচ্ছাসেবী রাখতে হবে।৬) যান চলাচলে বাধা তৈরি করা যাবে না।৭) পুলিশ এবং অয়োজকদের ভিডিওগ্রাফি করতে হবে এবং রাজ্যকে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে। ৮) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মঞ্চ তৈরির কাজ করা যাবে না। ৯) ISF জন্য দায়বদ্ধ ৪ জন নেতা/ সমর্থকের নাম জানাতে হবে৷

Advertisements

এর আগে কলকাতায় আইএসএফ সভার বিশৃঙ্খলা ও বিধায়ক নওশাদ সিদ্দিকীকে রাস্তায় ফেলে টেনে নিয়ে যাওয়া ও গ্রেফতারে রাজনৈতিক বিতর্ক ছিল তুঙ্গে।

ওইদিনই একটি ভিন্টেজ কার র‍্যালি রয়েছে সেদিন র‍্যালি গেলে রাস্তা ছেড়ে দিতে হবে। অর্থাৎ আদালত অনুমতি দিলেও তার সঙ্গে রয়েছে একাধিক শর্ত। যা আইএসএফ কর্মীদের মেনে চলতে হবে।