হাইকোর্টে মুখ পড়ল বঙ্গ বিজেপির, গণনা স্থগিতের আবেদন খারিজ

ভোট ইস্যুতে ফের একবার হাইকোর্ট ধাক্কা খেল গেরুয়া শিবির। জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপির গণনা স্থগিত রাখার আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে…

হাইকোর্টে মুখ পড়ল বঙ্গ বিজেপির, গণনা স্থগিতের আবেদন খারিজ

ভোট ইস্যুতে ফের একবার হাইকোর্ট ধাক্কা খেল গেরুয়া শিবির। জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপির গণনা স্থগিত রাখার আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুননির্বাচন করানোর আবেদন শুনানি চলবে।

এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যকে ৭ মার্চের মধ্যে হলফনামা দিতে হবে।
বুথ দখল-সহ অশান্তির অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট দেবে তারা।

BJP

Advertisements

সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে রাখতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ই মার্চ। কমিশনকে রিপোর্ট জমা করতে হবে ৭ মার্চের মধ্যে আবেদনকারী রিপ্লাই দেবে ১ সপ্তাহের মধ্যে। এছাড়া হাইকোর্ট জানিয়েছে, মামলার ফাইনাল রায়ের ওপর নির্ভর করবে কাঁথি নির্বাচনের ভবিষ্যত। তবে গণনা হবে।

বিজেপির অভিযোগ ছিল, পুরভোটে ৯৭টি সিসিটিভি ক্যামেরার মধ্যে ৯১টি ভেঙে ফেলা হয়েছে। বিজেপির আবেদন ছিল, পাটুয়ালিয়া সেন্ট্রাল নির্বাচন কমিশন এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক অথবা কোন নিরপেক্ষ তদন্ত কারি সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এক পেশের অভিযোগ ভিত্তিতে নয় ঘটনার সত্য না মিথ্যা সেটাই আগে খতিয়ে দেখা হোক।