যোগীর পথেই মমতা! বেআইনি দোকান ভাঙতে শহরে বুলডোজার

বেআইনি হকার উচ্ছেদ ঘিরে শহরজুড়ে ধুন্ধুমার কাণ্ড। এরই মধ্যে শহরে আনা হল বুলডোজার! বুধবার অভিযান চালানো হয় বিধাননগর পুরনিগমের চত্বরে। বিধাননগর পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ড…

Hawkers Evacuation BY Bulldozers, মমতার নির্দেশই সার, সাতসকালে বুলডোজার দিয়েই চলছে হকার উচ্ছেদ

বেআইনি হকার উচ্ছেদ ঘিরে শহরজুড়ে ধুন্ধুমার কাণ্ড। এরই মধ্যে শহরে আনা হল বুলডোজার! বুধবার অভিযান চালানো হয় বিধাননগর পুরনিগমের চত্বরে। বিধাননগর পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ড এবং সেক্টর ফাইভে বুলডোজার দিয়ে একাধিক দোকানের কাঠামো ভাঙা হয়।

গত সোমবার নবান্ন সভাঘরে বিভিন্ন পুরনিগমগুলির মেয়র, পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যের পুর পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি জমির জবরদখল নিয়েও সরব হন তিনি। তাঁর তোপের মুখে পড়েন রাজ্যের একাধিক মন্ত্রী।

   

দখলদারের পর বিধাননগরে এবার বিজ্ঞাপনের বিড়ম্বনা! নিজের দফতরেই প্রবল চাপে মেয়র কৃষ্ণা?

নবান্নের বৈঠকের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সকাল থেকে শহরের বেআইনি হকার উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। উত্তরের হাতিবাগান থেকে মধ্য কলকাতার নিউ মার্কেটে চোখে পড়ে উর্দিধারীদের অ্যাকশন। একই ছবি ধরা পড়ে গড়িয়াহাটেও। বিধাননগর পুরনিগমের আওতাধীন বহু জায়গাতেও চলে অভিযান।

এ দিন আলিপুর চিড়িয়াখানার আশপাশ থেকেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পুলিশ।

মধ্যগগণে হকার উচ্ছেদ অভিযান, বৃহস্পতিতে ফের বৈঠক ডাকলেন মমতা

এসবের মধ্যেই আগামিকাল (বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪) ফের নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, লক্ষ্মীবারের বৈঠকে কলকাতা, বিধাননগর সহ পুর নিগম ও পুরসভার চেয়ারম্যান, সমস্ত জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে, কলকাতা, হাওড়া ও বিধাননগর কমিশনারেটের আওতাধীন সব থানার ওসি, আইসি’দের।

হকার উচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহর থেকে জবরদখলকারী সরানো ও বেআইনি হকার উচ্ছেদকে তিনি সমর্থন করলেও পুলিশি অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক। কেন হকারদের বিরুদ্ধে অভিযানের আগে নোটিস দেওয়া হল না তা নিয়েই সরব শুভেন্দু।