মহাভারতের পাঠ শুনিয়ে নির্বাচনে হিংসায় কমিশনকে দায়ী করলেন রাজ্যপাল

পঞ্চায়েত ভোটের বাকি মাত্র দুদিন। দিকে দিকে চলছে লাগাম সন্ত্রাস। এরমধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিশানায় রাজ্য নির্বাচন কমিশন র রাজীব সিনহা। রাজ্যপাল বললেন…

Governor Indicates Possible Removal of Rajiv Sinha

পঞ্চায়েত ভোটের বাকি মাত্র দুদিন। দিকে দিকে চলছে লাগাম সন্ত্রাস। এরমধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিশানায় রাজ্য নির্বাচন কমিশন র রাজীব সিনহা। রাজ্যপাল বললেন রাজ্য নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ।

মহাভারতের পাঠ শুনিয়ে নির্বাচনে হিংসায় কমিশনকে দায়ী করলেন রাজ্যপাল। পঞ্চায়েত আর দুদিন বাকি। কিন্তু দিকে দিকে চলছে সন্ত্রাস। রাজ্যপাল নিশানায় রাজ্য নির্বাচন কমিশন র। রাজ্য পাল বলেন বাংলায় হিংসার কোনো স্থান নেই। মানুষের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ হোক। এতগুলো মৃত্যুর দায় কার, জবাব দিতে হবে রাজ্য কমিশনারকে। বাসন্তী, কোচবিহারে যা হচ্ছে তার জন্য দায় কে নেবে, প্রশ্ন করেন রাজ্যপাল।

   

ভাঙড়, পুরুলিয়া, বাসন্তীতে যা হচ্ছে তার দায় কার। আগুন নিয়ে খেলা চলছে, জীবন নিয়ে খেলা চলছে, বললেন রাজ্যপাল।

রাজভবন পিস কনফারেন্স থেকে মন্তব্য করলেন রাজ্যপাল। তিনি বলেন – কমিশনর দায়িত্ব পালনে ব্যার্থ। কমিশনর রাজ্যবাসী কে হতাশ করেছে। তিনি রাজধর্ম পালন করেননি। কমিশনর না পারলে রাজ্যপাল ই রাজধর্ম পালন করবে। লেডি ম্যাকবেথ এর প্রসঙ্গ টেনে কমিশনর কে নিশানা।

রাজ্যপাল বলেন হিংসাদির্ণ মানুষের আর্জি শুনতে পাচ্ছেন কমিশনর? আরবের সব পারফিউম ও রক্তের দাগ মুছতে পারবেনা। একটা ফোন করলেই হিংসা থেকে মানুষকে রক্ষা করতে পারতেন কমিশনর। হাই কোর্টের নির্দেশ মেনে কমিশন রকে বeবস্থা নিতে বলেন রাজ্যপাল।