মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে। পঞ্চায়েত ভোটে নিহত ১৯ জন। তবে মুখ্যমন্ত্রীর হিসেবের থেকে নিহতের সংখ্যা বেশি। ৪৭ জনের মৃত্যুর হিসেব আসছে। পঞ্চায়েত নির্বাচনে হিংসা দেখে স্তম্ভিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল।
সূত্রের খবর, রাজ্যে প্রায় সাত হাজার হিংসার ঘটনার অভিযোগ হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিন প্রকাশের পর থেকে উত্তপ্ত রাজ্য। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোটের দিন ও তার পর পর্যন্ত জারি রয়েছে অশান্তি। জানা যাচ্ছে, সবমিলিয়ে মোট পঞ্চাশের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, রাজভবনের পিসরুমে জমা পড়েছে প্রায় সাড়ে সাত হাজার হিংসার ঘটনার অভিযোগ। বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের দিন দিনভর বাংলার ভোট-চিত্র দেখে ‘ভেরি ডিসটার্বিং’ বলে মন্তব্য করেন তিনি।
রাজ্যে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস প্রসঙ্গে বাংলার সাংবিধানিক প্রধান বলেন, “সাধারণ মানুষ শুধু একটু শান্তিতে, সম্মানের সঙ্গে বাঁচতে চায়। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোটেই সুখকর নয়। হিংসার জন্য একেবারে মেনু তৈরি করে ফেলা হয়েছে। যারা অশান্তি পাকাচ্ছে, তারা একেবারে মেনু তৈরি করে ফেলেছে। কী চাই! খুন চাইলে খুন, ছুরিকাঘাত চাইলে ছুরিকাঘাত, বুলেট চাইলে বুলেট। যেন বেছে নেওয়ার অপশন করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি কারও পক্ষেই সুখকর নয়।”