নিত্য যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ থেকে আরও বিশেষ ট্রেন চালাবে রেল

  রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। উৎসবের মরসুমে এবার পূর্ব রেলের তরফে শিয়ালদহ (Sealdah ) থেকে আরও বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হল। ইতিমধ্যেই…

Indian Railways has provided two mobile numbers for cleaning train coach and toilets, ট্রেনের কামরা অপরিষ্কার-অপরিচ্ছন্ন টয়লেট? এই দু'টি নম্বর সেভ রাখলেই কেল্লাফতে

 

রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। উৎসবের মরসুমে এবার পূর্ব রেলের তরফে শিয়ালদহ (Sealdah ) থেকে আরও বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর রেলের এহেন বিজ্ঞপ্তি দেখে যারপরনাই খুশি যাত্রীরা। 

   

 

 এমনিতে সময়ে সময়ে রেল যাত্রীদের জন্য কিছু না কিছু চমক দিতেই থাকে সরকার। উন্নত ট্রেন ব্যবস্থা থেকে শুরু করে টিকিট কাটার ব্যবস্থা ইত্যাদি আরও নানা বিষয়ে রেল যাত্রীদের জন্য সুবিধার ভরা পরিষেবা দেয়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। একদিকে সাম্প্রতিক সময়ে যখন রেল যাত্রীরা ট্রেন লেট থেকে শুরু করে ট্রেন বাতিল সহ নানা বিষয় নিয়ে অভিযোগ করছিলেন তখন শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল। এই ট্রেনটি চলবে শিয়ালদহ টু গোরক্ষপুর অবধি। আবার এই ট্রেনটি ফিরতি পথে গোরক্ষপুর থেকে শিয়ালদহ যাবে।

 

সবথেকে বড় কথা, এই ট্রেনে থাকবে অতিরিক্ত ৩৮,০০০টি আসন। ফলে যাত্রীদের সিট না থাকা নিয়ে সমস্যার মুখে পড়তে হবে না। এই ট্রেনটি চলবে ৩ আগস্ট থেকে ৩১ আগস্ট অবধি প্রতি সোমবার ও শনিবার। মোট ৯টি ট্রিপ মারবে ট্রেনটি। ট্রেন নম্বর ০৩১৩১ বিশেষ ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধে ১৮:১৫ মিনিট নাগাদ ছাড়বে, এরপর সেটি পরদিন সকাল ১০:১০ মিনিট নাগাদ গোরক্ষপুর পৌঁছাবে।

 

এরপর ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১৩২ হয়ে গোরক্ষপুর থেকে ছাড়বে ১১:৩০ মিনিটে। এরপর সেটি শিয়ালদহে পোঁছাবে ৬:২৫ মিনিটে। এছাড়া মালদা থেকেও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে, মালদা থেকে খাতিপুরা অবধি ট্রেন চালাবে রেল। ১ আগস্ট থেকে ২৮ আগস্ট অবধি এই বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেন নম্বর ০৩৪০৯ মালদা স্টেশন থেকে সন্ধে ১৯:৩০ মিনিট নাগাদ ছাড়বে। এরপর সেটি খাতিপুরায় পোঁছাবে পরের দিন সন্ধে ১৮:৫০ মিনিট নাগাদ। এরপর এটি ফিরতি পথে ০৩৪১০ হয়েছে খাতিপুরা থেকে রাত ২১:০০ নাগাদ ছাড়বে এবং এটি পরের দিন ২০:৫৫ মিনিট নাগাদ মালদা টাউন স্টেশনে পোঁছাবে। 

এই ট্রেনে জেনারেল কামরা, স্লিপার এবং এসি কামরা থাকবে।