বিশ্বকর্মা পুজোর আগে সস্তা হল সোনা-রুপো? জানুন ২৪ ক্যারটের রেট

এসে গেল আরও একটা শনিবার অর্থাৎ আরও এক উইকএন্ড। আর উইকএন্ডে আবহাওয়া থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম, সোনা ও রুপোর দাম (Gold Silver Price) কত…

gold and silver price in kolkata

এসে গেল আরও একটা শনিবার অর্থাৎ আরও এক উইকএন্ড। আর উইকএন্ডে আবহাওয়া থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম, সোনা ও রুপোর দাম (Gold Silver Price) কত কী থাকে তা জানার জন্য সাধারণ মানুষের কৌতূহলের শেষ থাকে না। আজ ১৪ সেপ্টেম্বরও নেই। সামনেই রয়েছে একের পর এক উৎসব। আর উৎসবের মরসুমে বিশেষ করে মেয়েদের গায়ে সোনা থাকবে না তা তো হতেই পারে না। কিন্তু এই সোনার গয়না কেনার আগে কত কী দাম তা জানেন? আজ শনিবার শহরে সোনা বা রুপোর দাম বাড়ল না কমল জেনে নিন ঝটপট।

বিগত কয়েকদিন ধরেই সোনা ও রুপোর দামে ব্যাপক ওঠানামা অব্যাহত রয়েছে। ৩ দিন আগেই সোনা ও রুপো দুইয়েরই দাম ব্যাপক ভাবে কমেছিল। তবে গতকাল শুক্রবার থেকে এক ধাক্কায় বেশ অনেকটাই বেড়েছিল দুই মহামূল্যবান জিনিসের দাম। তবে আজ শনিবার কি দাম কমল সোনা-রুপোর? নাকি দাম বাড়ল? তা জানতে আগ্রহী? তাহলে জানিয়ে রাখি, আজও সোনা ও রুপোর দাম উর্ধ্বমুখীই রয়েছে। এক ধাক্কায় দাম বাড়ল ৪০০০ থেকে ৪৪০০ টাকা অবধি।

   

জানা গিয়েছে, আজ কলকাতা শহরে ৮ গ্রাম সোনার দাম ৩২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৯২০ টাকায়। এছাড়া ১০ গ্রামে সোনার দাম ৪০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৮,৬৫০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ৪০০০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৬,৮৬,৫০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের রেট প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ তিলোত্তমায় এছাড়া ১০ গ্রামে সোনার দাম ৪৪০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৪,৮৯০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ৪৪০০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭,৪৮,৯০০ টাকায়। জানেন কি আজ কলকাতায় ১৮ ক্যারটের রেট কত?

তাহলে জানিয়ে রাখি, ১৮ ক্যারটে ১০ গ্রামে সোনার দাম ৩৩০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৬,১৭০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ৩৩০০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৫,৬১,৭০০ টাকায়। আজ সোনার পাশাপাশি রুপোর দামও এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। জানা গিয়েছে, কলকাতায় এদিন ১০০ গ্রাম রুপোর দাম ২৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯২০০ টাকায়।

এছাড়া এক কেজি রুপোর দাম ২৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯২,০০০ টাকায়। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।

সোনা কেনার সময় লোকেদের অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের কেবল হলমার্ক চিহ্ন দেখে কেনাকাটা করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে।