বিয়ের মরসুমের আগে কি সস্তা হল সোনা? জানুন কলকাতায় ২৪ ক্যারটের রেট

সোনা-রুপোর গয়নার প্রতি বাঙালিদের একটা আলাদাই ইমোশন কাজ করে। সেজন্য সোনা ও রুপোর দাম (Gold Silver Price) জানতে প্রতিদিন শেয়ার মার্কেটের দিকে চাতক পাখির নজরে…

সোনা-রুপোর গয়নার প্রতি বাঙালিদের একটা আলাদাই ইমোশন কাজ করে। সেজন্য সোনা ও রুপোর দাম (Gold Silver Price) জানতে প্রতিদিন শেয়ার মার্কেটের দিকে চাতক পাখির নজরে তাকিয়ে থাকেন। নিজেদের সুন্দর দেখানোর জন্য গয়না পরতে পছন্দ করেন বাঙালিরা। সেই কারণেই কলকাতায় সোনার দাম নিয়ে আপডেট রাখতে চান সকলে। আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জানুন রেট।

দীর্ঘদিন ধরেই সোনা ও রুপোর দাম ব্যাপক ভাবে ওঠানামা করছে। বিশেষ করে কলকাতা শহরে তো এই দাম ওঠানামা করছেই। আজ বুধবার ২৮ আগস্টও তার ব্যতিক্রম ঘটল না। আজ সোনা ও রুপোর দাম জানতে ইচ্ছুক আপনিও? দাম কমল না বাড়ল জানেন? তাহলে জানিয়ে রাখি, আজ বুধবার সোনার দাম বেশ খানিকটা বেড়েছে। তবে রুপোর দাম বাড়েনি।

   

এর আগে শেষবার সোনার দাম বেড়েছিল ২৪ আগস্ট। যাইহোক, আজ ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২১০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৭,১৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২১০০ টাকা অবধি বেড়েছে ৬,৭১,৫০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের দাম প্রসঙ্গে। আজ কলকাতা শহরে ৮ গ্রাম সোনার দাম ১৭৬ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৮,৬০০, ১০ গ্রামের দাম ২২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৩,২৫০ এবং ১০০ গ্রামের দাম ২২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৩২,৫০০ টাকায়।

জানেন আজ শহরে ১৮ ক্যারটের রেট কত? তাহলে জানিয়ে রাখি, আজ ১০ গ্রামে ১৭০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৯৪০ টাকা এবং ১০০ গ্রামে ১৭০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪৯,৪০০ টাকায়। আজ সোনার দাম বাড়লেও রুপোর দাম নতুন করে বাড়েনি। রুপোর দাম শেষবার ২৭ আগস্ট বেড়েছে। জানা গিয়েছে, আজ ১০০ গ্রাম রুপোর দাম ৮৮৫০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৮৮,৫০০ টাকা।