মাসের দ্বিতীয় দিনে কি সস্তা হল সোনা-রুপো? জানুন ১০ গ্রামের রেট

সে বিয়ে হোক কিংবা কোনও অনুষ্ঠান, সোনার জিনিসের মাহাত্ম্যই কিন্তু আলাদা। সোনার গয়না পরিধান করলে সকলের নজর যদি আপনার ওপর আটকে যায় তাহলে কিই না…

সে বিয়ে হোক কিংবা কোনও অনুষ্ঠান, সোনার জিনিসের মাহাত্ম্যই কিন্তু আলাদা। সোনার গয়না পরিধান করলে সকলের নজর যদি আপনার ওপর আটকে যায় তাহলে কিই না ভালো হয় নিশ্চয়ই ভাবেন। যদিও বিগত কিছু সময় ধরে সোনা কিংবা রুপোর দাম (Gold Silver Price) যে হারে বাড়ছিল তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। তবে দাম বেশ অনেকটাই কমেছে।

গতকাল অর্থাৎ নতুন মাসের শুরুতেই সোনা ও রুপোর দাম বেশ খানিকটা বেড়েছিল। কিন্তু আজ কি সেই দাম বাড়ল না কমল জানতে ইচ্ছুক? তাহলে জেনে নিন ঝটপট। জেনে নিন আজ শুক্রবার ২ আগস্ট কলকাতা শহরে ২২,২৪ এবং ১৮ ক্যারটে সোনার রেট কত যাচ্ছে।

   

নতুন মাসের দিনে এবার হুড়মুড়িয়ে পড়ল রুপোর দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। যে কারণে নতুন করে মধ্যবিত্ত ঘরের মানুষের মুখে চওড়া হাসি ফুটেছে। তবে সোনার দামে স্বস্তি নেই। আজ বেশ অনেকটাই বাড়ল সোনালী ধাতুর দাম। আজ শহরে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৩০০ টাকা মতো বেড়ে বিক্রি হচ্ছে ৬৪,৮০০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৩০০০ টাকা মতো বেড়ে বিক্রি হচ্ছে ৬,৪৮,০০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। এদিন কলকাতায় ক্যারটে ১০ গ্রামের দাম ৩৩০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭০,৬৯০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৩৩০০ টাকা অবধি বেড়ে ৭,০৬,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আজ ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দামও বেশ খানিকটা বেড়েছে। ১০ গ্রা,এর দাম ২৪০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৩,০২০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২৪০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৩০,২০০ টাকায়।

তবে আজ সোনার দাম বাড়লেও রুপোর দাম বেশ খানিকটা কমেছে। অর্থাৎ আপনিও যদি আজ রুপোর হার বা অন্য কিছু গয়না বানাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। জানা গিয়েছে, আজ তিলোত্তমায় ১০০ গ্রাম রুপোর দাম ৬০ টাকা মতো কমে বিক্রি হচ্ছে ৮৬৫০ টাকায়। এছাড়া এক কেজির দাম ৬০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৬,৪০০ টাকায়।