রবিবার সোনা-রুপোর দামে বিরাট স্বস্তি, কলকাতায় ২৪ ক্যারেটের রেট জানুন

বিগত কিছু সময় ধরে সোনা এবং রুপোর দামে (Gold Silver Price) ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। আজ কি সোনা…

Gold Prices Fall, Market Hopes for Growth Centered Around the New Year

বিগত কিছু সময় ধরে সোনা এবং রুপোর দামে (Gold Silver Price) ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। আজ কি সোনা বা রুপোর দর কমল কলকাতায়? জেনে নিন ঝটপট। জানা যাচ্ছে, গতকাল শনিবার সোনা ও রুপোর দাম উর্ধ্বমুখী ছিল।

আজ রবিবার অর্থাৎ ছুটির দিন। আর আজ কি দাম কমল সোনা বা রুপোর? জানতে হলে চোখ রাখুন লেখাটির ওপর। আপনারও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ এক সুখবর। আর সেই সুখবর হল আজ সোনা বা রুপোর দাম নতুন করে বাড়েনি। হ্যাঁ ঠিকই শুনেছেন।

জানা গিয়েছে, আজ অর্থাৎ কলকাতা শহরে ২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৬৬৫০ টাকা। এছাড়া ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৬৬,৫০০ টাকায়। ১০০ গ্রামের দাম বিক্রি হচ্ছে ৬,৬৫,০০ টাকায়। এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। ১ গ্রাম সোনার দাম ৭২৫৫ টাকা। এছাড়া শহরে আজ ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭৫,৫৫০ টাকায়। অন্যদিকে ১০০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭,২৫,৫০০ টাকায়। জানেন কি আজ ১৮ ক্যারেটের দাম কত?

Advertisements

তাহলে জানিয়ে রাখি, এদিন তিলোত্তমায় ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫৪,৪১০ টাকায়। এছাড়া ১০০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫,৪৪,১০০ টাকায়। আজ রুপোর দাম কিন্তু বাড়েনি, যে কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মানুষ। আজ ১০০ গ্রাম রুপো মিলছে আগের দিনের মতোই অর্থাৎ ৯১০০ টাকায়। এছাড়া এক কেজি রুপো মিলছে ৯১,০০০ টাকায়।

কলকাতার মতো আজ রবিবার দিল্লিতেও সোনা ও রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। সোনা ও রুপো আগের দামের মতোই দামে লেনদেন করছে। দিল্লিতে আজ সোনার দাম প্রতি ২৪ ক্যারেটে ৭৩,১৫০ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম ৯০ হাজার টাকা। আসলে শনি ও রবিবার ভারতীয় কমোডিটি মার্কেটে সাপ্তাহিক ছুটি থাকে।