শনিতে কি সস্তা হল সোনা? কলকাতায় ২৪ ক্যারেটের রেট জানুন

আজ সপ্তাহান্তে অর্থাৎ শনিবার শহরে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা…

আজ সপ্তাহান্তে অর্থাৎ শনিবার শহরে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট খবর।

এমনিতে বিগত কিছু সময় ধরে সোনা এবং রুপোর দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। আজ কি সোনা বা রুপোর দর কমল কলকাতায়? জেনে নিন ঝটপট। জানা যাচ্ছে, গতকাল দাম নিম্নমুখী থাকার পর আজ শনিবার এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল সোনালী ধাতুর দাম। সেইসঙ্গে দাম বাড়ল রুপোরও।

   

জানা গিয়েছে, আজ কলকাতা শহরে ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৬,৫০০ টাকায়। ১০০ গ্রামের দাম ৬০০০ টাকা অবধি বাড়ায় বিক্রি হচ্ছে ৬,৬৫,০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। শহরে আজ ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬৬০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৫,৫৫০ টাকায়। অন্যদিকে ১০০ গ্রামের দাম ৬৬০০ টাকা অবধি বাড়ায় বিক্রি হচ্ছে ৭,২৫,৫০০ টাকায়। জানেন কি আজ ১৮ ক্যারেটের দাম কত?

তাহলে জানিয়ে রাখি, এদিন তিলোত্তমায় ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৪৯০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৪১০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৪৯০০ টাকা অবধি বাড়ায় বিক্রি হচ্ছে ৫,৪৪,১০০ টাকায়।

আজ রুপোর দামও বেশ খানিকটা বেড়েছে। আজ ১০০ গ্রামের দাম ৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯১০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯১,০০০ টাকায়।