সপ্তাহান্তে সোনার দামে বড় চমক, কলকাতায় ২৪ ক্যারেটের রেট জানুন

চলতি সপ্তাহে প্রতিদিনই সোনা ও রুপার দামে (Gold Silver Price) ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। কখনও সোনা-রুপোর দাম কমেছে, তো আবার কখনও দু’টি ধাতুরই দাম উর্ধ্বমুখী…

চলতি সপ্তাহে প্রতিদিনই সোনা ও রুপার দামে (Gold Silver Price) ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। কখনও সোনা-রুপোর দাম কমেছে, তো আবার কখনও দু’টি ধাতুরই দাম উর্ধ্বমুখী হয়েছে। তবে আজ শুক্রবার কি সোনা ও রুপোর দাম কমল নাকি বাড়ল? আপনিও কি এই বিষয়ে জানতে ইচ্ছুক? তাহলে জেনে নিন রেট।

আজ শুক্রবার আবার সপ্তাহান্ত শুরু হচ্ছে। আর এই সপ্তাহের শেষের দিকে সোনা রুপোর দাম কমল না বাড়ল তা নিয়ে সকলের কৌতূহল তুঙ্গে থাকে। আজও সকলের মধ্যে সেই কৌতূহল তুঙ্গে রয়েছে। তবে জানলে ধাক্কা খেতে পারেন, আজ ১২ জুলাই ভারতের বাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে রুপোর দামে আবার আজ কোনও হেরফের হয়নি। আসুন জেনে নিন শহর কলকাতায় কত টাকায় মিলছে সোনা ও রুপো।

   

আজ শহরে ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৭,৬০০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৩০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৭৬,০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। জানা গিয়েছে, শহরে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৩৩০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭৩,৭৫০ টাকা। ১০০ গ্রামের দাম ৩৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৩৭,৫০০ টাকায়।

জানেন কলকাতায় ১৮ ক্যারেটে সোনার দাম কত? তাহলে জানিয়ে রাখি, আজ শহরে ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ২৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৫,৩১০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৫৩,১০০ টাকায়।

তবে আজ রুপোর দামে স্বস্তি পেয়েছেন শহরবসী। সোনার পাশাপাশি আজ রুপোর দামও অনেকটা বেড়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম বিক্রি হচ্ছে ৯৫৫০ টাকায়। এক কেজি রুপোর দাম বিক্রি হচ্ছে ৯৫,৫০০ টাকায়।