সপ্তাহান্তে সোনার দামে ১৩০০ টাকার হেরফের, কলকাতায় ২৪ ক্যারেটের রেট কত?

বাঙালিদের সোনা-রুপোর প্রতি এক আলাদাই ভালোবাসা রয়েছে। যে কোনও অনুষ্ঠান হোক কিংবা বিয়ে, বাঙালি সোনা কিনতে কিন্তু পিছু পা হন না। দাম যতই বাড়ুক বা…

Gold Price and Silver Rate Today on January 16, 2025: Check Latest Rates in India

বাঙালিদের সোনা-রুপোর প্রতি এক আলাদাই ভালোবাসা রয়েছে। যে কোনও অনুষ্ঠান হোক কিংবা বিয়ে, বাঙালি সোনা কিনতে কিন্তু পিছু পা হন না। দাম যতই বাড়ুক বা কমুক, মানুষ একটু হলেও সোনা বা রুপো কেনেন। কারণ এই সোনা যেমন সৌন্দর্য বাড়ায় ঠিক তেমনই ভবিষ্যতেও কাজে লাগে এই জিনিস। আজ সোনা-রুপোর দাম (Gold Silver Price) কত?  

বর্তমান সময়ে নানা কারণে সোনা এবং রুপোর দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে সোনা এবং রুপোর দাম নিম্নমুখী থাকলেও গতকাল শুক্রবার এক ঝটকায় অনেকটাই দাম বেড়ে যায়। কিন্তু আজ শনিবার সপ্তাহান্তে কি এই দুই মহা মূল্যবান ধাতুর দাম কমল না বাড়ল জানতে ইচ্ছুক? তাহলে জেনে নিন ঝটপট।

আপনারও যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা হয়ে থাকে তাহলে ধাক্কা খেতে পারেন। কারণ আজ ২৯ জুন সোনার দাম উর্ধ্বমুখী হল। আজ কলকাতা শহরে ২২ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৩,০০০ টাকা। ১০ গ্রামের দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৬,২৫০ টাকা। এর পাশাপাশি আজ শহরে ২২ ক্যারেটে ১০০ গ্রামের দাম ১০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৬২,৫০০ টাকা।

এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। ২৪ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৯৬ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৭,৮২৪ টাকা। ১০ গ্রামের দাম ১২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭২,২৮০ টাকা। এর পাশাপাশি আজ শহরে ২৪ ক্যারেটে ১০০ গ্রামের দাম ১২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,২২,৮০০ টাকা।

এবার আসা যাক ১৮ ক্যারেটের প্রসঙ্গে। আজ তিলোত্তমায় ১৮ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৬৮ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৪৩,৩৬৪ টাকা। ১০ গ্রামের দাম ৮৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,২০৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৮৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪২,০৫০ টাকা।

Advertisements

আজ রুপোর দামেও বিরাট চমক লক্ষ্য করা গেল। আজ আর নতুন করে রুপোর দাম বাড়েওনি আবার কমেওনি। জানা গিয়েছে, আজ ১০০ গ্রাম রুপোর দাম ৯০০০ টাকা এবং এক কেজি রুপোর দাম ৯০,০০০ টাকা।