সপ্তাহান্তে সস্তা না মহার্ঘ্য হল সোনা-রুপো? জানুন রেট

সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) আবারও একবার বিরাট চমক লক্ষ্য করা গেল। অন্যান্য দিনের মতো আজ শনিবার ২৪ আগস্টও সোনা ও রুপোর…

সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) আবারও একবার বিরাট চমক লক্ষ্য করা গেল। অন্যান্য দিনের মতো আজ শনিবার ২৪ আগস্টও সোনা ও রুপোর দামে অপ্রত্যাশিত পরিবর্তন এসেছে। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এবং রাখির পরেই টানা তিনদিন নিম্নমুখী ছিল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম। আজও কি দাম নিম্নমুখী নাকি উর্ধ্বমুখী হল জানেন?

এমনিতে এমন কোনও বাঙালি হয়তো নেই যে কিনা সোনার জিনিস পছন্দ করেন না। কারণ এই সোনা একদিকে যেমন দেহের শোভা বৃদ্ধি করে ঠিক তেমনই ভবিষ্যতে আপদে বিপদের সময়েও কাজে লাগে। আবার অনেকেই আছেন যারা সোনায় বিনিয়োগ করতে পছন্দ করেন। আপনিও কি আজ সোনায় বিনিয়োগ করবেন ভাবছেন? নাকি গয়না কিনবেন? তাহলে জেনে রাখুন আজ শহর কলকাতায় ২২, ২৪ এবং ১৮ ক্যারটে দাম কত।

   

জানলে হয়তো চমকে যাবেন, বিগত ৩ দিন দাম নিম্নমুখী থাকার পর আজ শনিবার বেশ খানিকটা দাম বাড়ল সোনার। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ কলকাতায় ২২ ক্যারটে ১০ গ্রাম, সোনার দাম ৩৫০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৬,৯৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৩৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৬৯,৫০০ টাকায়।

অন্যদিকে আজ ২৪ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম ৩১২ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৮,৪৩২, ১০ গ্রামের দাম ৩৯০ টাকা অবধি বেড়ে ৭৩,০৪০ এবং ১০০ গ্রামের দাম ৩৯০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,৩০,৪০০ টাকায়। এবার আসা যাক ১৮ ক্যারটের প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ কলকাতা শহরে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২৯০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৭৮০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২৯০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪৭,৮০০ টাকায়।

আজ সোনার পাশাপাশি রুপোর দাম একলাফে বেশ খানিকটা বেড়েছে। জানা গিয়েছে, আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ১৩০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৮০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ১৩০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৮৮,০০০ টাকায়।