বিগত কয়েকদিন ধরেই সোনা ও রুপোর দামে (Gold Silver Price) ব্যাপক ওঠানামা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার তো আবার ৮০০০ থেলে ৮৭০০ টাকা অবধি সোনার দাম কমে গিয়েছিল। আজ রবিবারও কি দাম কমল সোনা-রুপোর? নাকি দাম বাড়ল?
আপনিও কি আজ রবিবার ২৩ জুন সোনা ও রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন কলকাতা শহরে ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম কত। এমনিতে সারা সপ্তাহই সোনা ও রুপোর দাম ওঠানামা করে। কিন্তু রবিবার ছুটির দিনে শেয়ার বাজারের দিকে মানুষের বিশেষ নজর থাকে। আজও তার ব্যতিক্রম ঘটল না। জানলে খুশি হবেন, আজ আর নতুন করে শহরে এই দুই মহা মূল্যবান ধাতুর দাম বাড়েনি।
অর্থাৎ আজ রবিবার ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬৬,৩৫০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম ৬,৬৩,৫০০ টাকা। আজ শহরে ২৪ ক্যারেট সোনার দাম কত জানেন? তাহলে জানিয়ে রাখি, এদিন ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৭২,৩৮০ টাকা। এছাড়া ২৪ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৭,২৩,৮০০ টাকা।
এবার আসা যাক ১৮ ক্যারেটের প্রসঙ্গে। আজ শহরে ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম মাত্র ৫৪,২৯০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম ৫,৪২,৯০০ টাকা। সোনার পাশাপাশি রবিবার নতুন করে আর রুপোর দাম বাড়েনি। অর্থাৎ আজ ১০০ গ্রাম রুপোর দাম ৯২০০ টাকা। এরইসঙ্গে এক কেজি রুপোর মূল্য ৯২,০০০ টাকা।
সোনার দাম, হলমার্ক চার্জ এবং ৩ শতাংশ জিএসটি যোগ করে সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়। তবে কোনো কোনো দোকানদার স্বর্ণের দরের ১ শতাংশ মেকিং চার্জ হিসেবে আদায় করেন। যেমন ১০ গ্রাম সোনার দাম ৬৭,০০০ টাকা হলে মেকিং চার্জ হবে ৬৭০ টাকা।