ফের একবার শুরু হতে চলেছে বিয়ের মরশুম। এদিকে, আপনিও যদি সোনা ও রুপো কেনার (Gold Silver Price) পরিকল্পনা করে থাকেন তাহলে জেনে নিন আজ এই দুই মহা মূল্যবান ধাতুর দাম কত।
জানলে অবাক হবেন, আজ বুধবার মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৭,২৫০ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম ৭৮,২০০ টাকা। একই সঙ্গে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৯৫ হাজার টাকায়। তবে আপনিও কি শহর কলকাতার বাসিন্দা এবং সোনার জিনিস বানানোর প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনালী খবর। আজ আর নতুন করে শহরে সোনার দাম বাড়েনি। এদিকে রুপোর দামও আজ ঝপ করে কমে গিয়েছে।
আজ ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬৬,২০০ টাকা। ১০০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬,৬২,০০০ টাকায়। অন্যদিকে আজ ২৪ ক্যারেটের রেট কত জানেন? তাহলে জানিয়ে রাখি, আজ শহরে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৭২,২২০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম ৭,২২,২০০ টাকা।
২২, ২৪ ক্যারেট তো গেল, কিন্তু ১৮ ক্যারেটের দাম আজ কততে যাচ্ছে? তাহলে জানিয়ে রাখি, তিলোত্তমায় ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৫৪,১৬০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটে ১০০ গ্রামের দাম ৫,৪১,৬০০ টাকা। আজ শহরে আবার রুপোর দাম বেশ অনেকটাই কমেছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯১০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯১,০০০ টাকায়।